
সময় ছিলো
অনিন্দ্য আসাদ
সময় ছিলো নীল আকাশের
সময় ছিলো গাছের
সময় ছিলো নদীর জলের
সময় ছিলো মাছের,
সময় ছিলো কদম ফুলের
সময় ছিলো বেলির
সময় ছিলো স্বচ্ছ জলে
হাঁসের কামকেলির,
সময় ছিলো জোছনা রাতের
সময় ছিলো বৃষ্টির
সময় ছিলো লাজুক চোখে
ভালোবাসা সৃষ্টির,
সময় ছিলো কথার মাঝে
সময় ছিলো গানে
সময় ছিলো কাব্য কথায়
সময় ছিলো প্রাণে,
সময় ছিলো পাখির ডাকে
সময় ছিলো পথের
সময় ছিলো তপ্ত রোদের
সময় ছিলো রথের,
সময় ছিলো চোখের জলে
সময় ছিলো বুকে
সময় এখন হাত ছেড়েছে
সব দিয়েছে চুকে।