ফ্যাসিবাদ কি ? এই শব্দটির অর্থ সোশাল মিডিয়ার যুগে নতুন করে ব্যাখার প্রয়োজন নেই ৷ যে সরকারের অধীনে বাস করছেন তার প্রতিনিয়ত শাসন পদ্ধতি পর্যবেক্ষণ করলেই বুঝবেন ৷
তবুও কিছু বন্ধুদের (?) ফ্যাসিবাদের সাথে পরকীয়া বা নিষিদ্ধ প্রেমের মত সর্ম্পক দেখে বিস্মিত হইনা ৷ বন্ধু তালিকায় তাদের নাম থাকলেও কিছু মনে করিনা ৷ পথ বেরিয়ে শুধু বন্ধু পাবেন,
বন্ধুবৎসল পুলিশ পাবেন,পরিবেশ বান্ধব যানবাহন পাবেন ? এত কিছু মনে করে কি পথে বের হওয়া সম্ভব ?
স্বাধীনতার অব্যবহিত পর, বিভিন্ন দলের অসংখ্য কর্মী হত্যা হয়েছিল সে সময়ের শাসকের হাতে ৷ যাদের কর্মী হত্যা হয়েছিল, তাদের ভাষায় সেই শাসক তখন ফ্যাসিবাদী ও স্বৈরাচারী ছিল ৷
যদি তাই হয়, তাহলে এখন সেই দলটি গণতান্ত্রিক কিভাবে হয় ? তারা কি সেই সময়ের জন্য দুঃখ প্রকাশ করেছে কিংবা তাদের কোন প্রকাশনায় বা বক্তৃতায় আত্মসমালোচনা বা ভুল স্বীকার করেছে ?
অভিযোগকারী দলগুলো মধ্যে কেউ কেউ তাদের ২৬/৩০/৩৫ হাজার দলীয় কর্মী হত্যার পরিসংখ্যান দেন লেখায়,বক্তৃতায় ৷ আবার নিজেদের গণতন্ত্রী সাজার খেলায় বলেন ১৯৭৫ সালের পরই দেশে একনায়কতন্ত্র,অগনতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হয়েছিল ৷ তাহলে ৭৫ এর আগে কোন দর্শনের ভিত্তিতে শাসন চলেছিল ?
আরও বিস্ময়কর বিষয়, বর্তমান সরকারের প্রধান দলের মধ্যে কেউ কেউ গণতন্ত্র খুঁজে জোট করেন, ভোট করেন ৷ কেউবা এর বাইরে থেকে নিজ দলের সাইনবোর্ডের আড়ালে ইনিয়ে বিনিয়ে সমর্থন করেন ৷ প্রগতিশীলতা খোঁজেন, স্বাধীনতার চেতনা খোঁজেন কিন্তু তাদের কর্মীদের মৃত্যুর কারণ খোঁজেননা ৷ এই অনৈতিক আত্মপ্রতারণা, নির্লজ্জ রাজনীতি শুধু শাসক দলই করেনা তাদের সমর্থনকারী সকল দল ও গোষ্ঠিও করে ৷ তাদের ঐক্য করা, জোটবদ্ধ হওয়াটাকে এদেশে রাজীতির কোন নতুন কিছু উপাদান নয় ৷
লক্ষ্য করেন এরশাদ ক্ষমতা গ্রহণের সময় যিনি স্বাগত জানান, ৮৬ সালে তারা কিন্তু একসাথেই নির্বাচন করেছিলেন ৷ এটাও সত্য ,পরবর্তীতে সেই এরশাদ সব সময় এই বলয়ের বাইরে অন্য কোথাও যায়নি। জোট করে নির্বাচন করেছেন, হাস্যকর বিরোধী দল হয়েছেন সংসদে ৷ ঘুরেফিরে কি সেই একই বলয়ে থেকেছেন মৃত্যুর পূর্ব পর্যন্ত ৷
এদের অনেকেই বলেন এই সরকারকে ফ্যাসিবাদি সরকার বলা যাবেনা ৷ সেরকম সংখ্যার মৃত্যু এই আমলে হয়নি ৷ জীবন নিয়ে এই নির্মম রসিকতার উত্তরে শুধু একটি প্রশ্ন, কতজন গুম, খুন, মৃত্যু হলে একটি সরকার ফ্যাসিবাদী হয় ?
একটি দল শুধু নিজের কারনে বা দর্শনের জন্য ফ্যাসিস্ট হয়না ৷ তার এই হয়ে ওঠার পিছনে দলের অভ্যন্তরে গণতন্ত্রহীনতা ও বাইরে অন্যান্য গণতান্ত্রিক দল গড়ে না ওঠাও মূল কারন সমূহের মধ্যে অন্যতম ৷
নিজ সাইনবোর্ডের লেখা আদর্শ নিয়ে কাজ করুন না হলে যাকে ইনিয়ে বিনিয়ে সমর্থন করেন তার দলে যোগ দেন ৷ ফ্যাসিবাদী শাসন ও শাসককে টিকিয়ে রাখার নিষিদ্ধ খেলায় শাসকদলের জয় হয় সাময়িক সময়ের জন্য ৷ চূড়ান্ত বিজয় হয় জনগনের ৷ ইতিহাস কিন্তু সেটাই বলে ৷ ইতিহাস অস্বীকার করলে নিজের জন্মকে অস্বীকার করতে হয় ৷
ইফতেখার আহমেদ বাবু ,সোশাল এ্যাকটিভিষ্ট

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading