বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন, নির্বাচন করতে পারবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের অন্যতম নীতি নির্ধারক কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) জেলে থেকেও দল পরিচালনা করতে পারবেন। দলকে নানা দিকনির্দেশনা দিতে পারবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবেন না। এক্ষেত্রে বর্তমান নির্বাচনী আইনে যা আছে, তাই মানতে হবে। এখানে সরকার বা নির্বাচন কমিশনের কিছুই করার নেই।

বুধবার দুপুরে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি সাথে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. রাজ্জাক বলেন, দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর কোনো ব্যত্যয় হবে না। সংবিধানের বাইরে কারো কিছু করার নেই। নির্বাচন পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় থাকবে। তারপর জনগণ ভোট না দিলে ক্ষমতা ছেড়ে চলে যাবে।

জাপানে আম রফতানির কাজ প্রায় চূড়ান্ত উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের আম নিতে জাপানের আগ্রহ রয়েছে। রফতানির ক্ষেত্রে জাপানের পূর্বশর্ত পূরণে কাজ চলছে। দু’দেশ একসাথে কাজ করছে। শিগগিরই জাপানে আম রফতানি শুরু হবে। একইসাথে অন্যান্য ফলমূল ও শাকসবজি রফতানির সুযোগও তৈরি হবে।

এ সময় জাপান কৃষিবিজ্ঞানীদের প্রশিক্ষণ, বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরির কারখানা স্থাপন ও কৃষিখাতে সহযোগিতা আরো বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরের সময় এসব বিষয়ে সমঝোতা স্মারক সই হবে।

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি বলেন, কৃষিখাতে আমরা জাপান-বাংলাদেশ সহযোগিতা আরো বাড়াতে চাই। সেজন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চাচ্ছি। যেন সহযোগিতার অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করে সম্পর্ককে আরো শক্তিশালী করা যায়।


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading