আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির কারণে প্রায়ই জাতীয় দলের ক্রিকেটারদের ঈদ করতে হয় পরিবার ছেড়ে। শেষ ঈদ উল আজহা ক্রিকেটাররা করেছিলেন জিম্বাবুয়েতে। এবার কোনো খেলা নেই। নেই ব্যস্ত সূচি। ঘরোয়া ক্রিকেটও শেষ হয়েছে গত সপ্তাহে। তাইতো এবারের ঈদ ক্রিকেটারদের হতে যাচ্ছে বিশেষ।

কোভিডের কারণে গত ঈদ উল ফিতর পরিবার ছেড়ে ঢাকায় পালন করেছিলেন ক্রিকেটাররা। এবার সুযোগ মিলতেই প্রায় সবাই নাড়ির টানে ছুটেছেন। জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক রোববার বিকেলের ফ্লাইটে কক্সবাজারে উড়াল দেন। তার বাড়ি জেলার বৈদ্যেরঘোনায়। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ঈদ করবেন ঢাকাতেই।

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে ছুটেছেন ময়মনসিংহে। খেলা না থাকলে তিনি ঈদের আনন্দ ভাগাভাগি করেন ময়মনসিংহেই। তার সঙ্গী হয়েছেন জাতীয় দলে হুট করে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেনও। ব্যাটিং অলরাউন্ডার ঈদ করবেন নিজ ঠিকানায়। মুশফিকুর রহিম বাবা-মার সঙ্গে ঈদ কাটাতে গিয়েছেন বগুড়ায়।

ঢাকা লিগ শেষ করেই তাইজুল ইসলাম ছুটে গিয়েছেন রাজশাহীতে। পরিবার নিয়ে অনেকদিন ঈদ করা হয় না বলে এবার আগেভাগেই চলে গেছেন তিনি। মেহেদী হাসান মিরাজ গিয়েছেন বরিশাল। ছেলেকে নিয়ে প্রথমবার গ্রামে ঈদ করতে গেছেন ইনজুরিতে পড়া এই ক্রিকেটার।

এছাড়া সাকিব আল হাসান ঢাকা ও মাগুড়া মিলিয়ে ঈদ করবেন। ঢাকা লিগ শেষ করার পর মাশরাফি জানিয়েছেন, এবার ঢাকাতেই ঈদ করবেন। খানিকটা ক্লান্ত থাকায় বিশ্রাম নেবেন ঈদের পুরোটা সময়। এরপর নড়াইল যাওয়ার পরিকল্পনা তার।

মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, আফিফ হোসেন আছেন ঢাকাতেই। তাসকিনকে অবশ্য ঈদের পরদিনই ছুটতে হবে লন্ডনে। চিকিৎসার জন্য ৪ মে লন্ডনের বিমান ধরবেন তিনি।

কোভিড সতর্কতায় এবারও ঈদের ছুটিতে ক্রিকেটারদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঈদের পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাংলাদেশের। এজন্য খুব বেশিদিন চাইলেও জাতীয় দলের ক্রিকেটাররা ছুটিতে থাকতে পারবেন না। ৮ মে রিপোর্টিং করতে বলা হয়েছে। সেদিন পুরো দল চলে যাবে চট্টগ্রামে। পরদিন থেকে মাঠে নামবেন ক্রিকেটাররা।

ক্রিকেটারদের ক্যাম্প শুরুর একদিন আগে ঢাকা পা রাখার কথা রয়েছে কোচিং স্টাফদের। ৮ মে ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা। ১৩ মে সফরকারী দল যাবে চট্টগ্রামে। ১৫ মে থেকে দুই দলের টেস্ট শুরু হবে। শ্রীলঙ্কা বিকেএসপিতে দুইদিনের অনুশীলন ম্যাচ খেলে মাঠে নামলেও বাংলাদেশের সেই ব্যবস্থা নেই। টানা অনুশীলন করেই মূল মঞ্চে মাঠে নামবেন সাকিব, তামিম, মুশফিকরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading