১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে, কলকাতায় ৩/৪ – সি, তালতলা লেনের বাড়িতে বসে কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন অবিস্মরণীয় কবিতা ‘বিদ্রোহী’। কাজী নজরুল ইসলামের সুহৃদ মুজফ্‌ফর আহ্‌মদ তাঁর স্মৃতিচারণা মূলক গ্রন্থ ‘কাজী নজরুল ইসলাম স্মৃতিকথা’য় নিজেকে ‘বিদ্রোহী’ কবিতার প্রথম শ্রোতা হিসেবে উল্লেখ করেছেন। ১৯২২ সালের ৬ জানুয়ারি ‘বিদ্রোহী’ বিজলীতেই প্রথম ছাপা হয়েছিল, পরবর্তীতে একাধিক পত্রিকায় প্রকাশিত হয়।
তৎকালীন যুবমানসে এই কবিতা গভীর রেখাপাত করে। বিশিষ্ট নজরুল গবেষক ড. রফিকুল ইসলাম বিশ শতকের বিস্ময়কর কবিতা হিসেবে ‘বিদ্রোহী’ কবিতাকে চিহ্নিত করেছেন। ছায়ানট (কলকাতা) – এর উদ্যোগে ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ পালনের উদ্দ্যেশ্যে কলকাতার বিভিন্ন মঞ্চে বেশ কয়েকটি অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ১০ ডিসেম্বর শরৎচন্দ্র বাসভবনে শরৎ-সমিতির সহযোগিতায় প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন শরৎ-সমিতির সাধারণ সম্পাদক ড. শ্যামল কুমার বসু।
বর্তমান সময়ে ‘বিদ্রোহী’ কবিতার প্রাসঙ্গিকতা ও জনপ্রিয়তার বিষয়ে আলোকপাত করেন শ্রী দেবনারায়ণ মোদক এবং অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দে। সোমঋতা মল্লিকের পরিচালনায় কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক ও জাগরণমূলক গান পরিবেশন করেন ছায়ানট (কলকাতা) – এর শিল্পীবৃন্দ – শুভ্রা ভট্টাচার্য্য, সোমা রায় বর্মন ও সুরূপা মল্লিক। একক গান ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন- মল্লিকা রায়, অনুপমা সরকার, কৃতি বড়ুয়া, শুক্লা দাস সেন, মিতা নাগ, সুহিতা জানা। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন ছায়ানট (কলকাতা) – এর সভাপতি সোমঋতা মল্লিক। অনুষ্ঠানে এক চমৎকার আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে কাজী নজরুল ইসলাম বিষয়ক দুষ্প্রাপ্য স্মারক ডাকটিকিটের এনলার্জ কপির প্রদর্শনী। স্মারক টিকিটের সংগ্রাহক বর্ষীয়ান ফিলাটেলিস্ট জি এম আবুবকর।

:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading