হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি : বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ বিভিন্ন দেশ থেকে আগত ছয় শতাধিক নীতি-নির্ধারকদের অংশগ্রহণে ৫৫তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনের শেষ হয়েছে। এতে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সন্ধায় আবুধাবির উদ্দেশ্য মিউনিখ ছেড়েছেন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার আমিরাতের স্থানীয় সময় দুপুর ১২টায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার দুপুরে মিউনিখের হোটেল বাইরিশার হফে মিউনিখ নিরাপত্তা সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান ভুলফগ্যাং ইশিংগার। শুক্রবার স্বাস্থ্যসেবা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গোলটেবিল আলোচনায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিসহ ইউক্রেন, রোমানিয়া, আফগানিস্তান ও রুয়ান্ডার প্রেসিডেন্ট, কাতারের আমীরসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সম্মেলনে অংশ নিয়েছেন। ৪০টিরও বেশি দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোসহ বিভিন্ন জোট ও সংস্থার প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নিয়েছেন। এছাড়াও সম্মেলনে অংশগ্রহণের মাঝে ২০১৭ সালের নোবেল বিজয়ী সংগঠন আইসিএএনের নির্বাহী পরিচালক বিয়াট্রিস ফিন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর ফাতোও বেনসুদা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পাশাপাশি সিমেন্স এজির প্রেসিডেন্ট ও সিইও জোয়ে কাইজার এবং ভেরিডোস জিএমবিএইচের প্রধান নির্বাহী হ্যান্স উলফগাং কুনজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার ‘ক্লাইমেট চেঞ্জ অ্যাজ এ সিকিউরিটি থ্রেট’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিউনিখ থেকে বিদায় নেয়ার সময় ইউরোপ প্রবাসী আওয়ামী লীগের শত শত নেতা কর্মী হোটেল লবিতে জড়ো হয়ে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
Chat Conversation End

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading