অবশেষে মার্কিন ইতিহাসে প্রথম সাবেক কোনো প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেন। প্রাক্তন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে ঘুষ দেবার জন্য দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার ডেনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। তবে অভিযোগের বিস্তারিত এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। খবর বিবিসির।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার সম্পর্ক গোপন রাখার বিনিময়ে এক লাখ ৩০ হাজার ডলার অর্থ প্রদান করেছে। এই বিষয়টি তদন্তের পর যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার পক্ষে ভোট দিয়েছে। ম্যানহাটন ডিসট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগের দপ্তর এই মামলার তদন্ত করছেন ।

তবে ৭৬ বছর বয়সী ট্রাম্প তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আমি পুরোপুরি নির্দোষ। ট্রাম্প এক বিবৃতিতে ম্যানহাটনের ডিসট্রিক্ট অ্যাটর্নিকে কটাক্ষ করেছেন। তিনি প্রসিকিউটরকে কলঙ্ক হিসেবে অভিহিত করেছেন সেইসঙ্গে তাকে জো বাইডেনের নোংরা কাজ করার জন্য অভিযুক্ত করেন।

ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটরা তাকে ধরতে মিথ্যা বলছে, প্রতারণা করছে ও চুরি করছে, কিন্তু এখন তারা যা করছে তা অকল্পনীয়।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মঙ্গলবার ট্রাম্পকে আদালতে হাজির করা হতে পারে। সেদিন শুনানির সময় ট্রাম্পকে অভিযোগ পড়ে শোনানো হবে। এটি প্রায় ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মার্কিন এই প্রেসিডেন্টআদালতে উপস্থিত হলে মার্কিন সিক্রেট সার্ভিস তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এই সিক্রেট সার্ভিস সাবেক মার্কিন প্রেসিডেন্টদের সুরক্ষায় কাজ করে।

 

এদিকে বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী যেকোনো দিনে ট্রাম্পকে গ্রেপ্তার করা হতে পারে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

রয়টার্স ও বিবিসি বলছে, ট্রাম্পের বিরুধে অভিযোগ ছিল তিনি স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ প্রদানের জন্য তার তৎকালীন আইনজীবী মাইকেল কোহেনকে নির্দেশ দিয়েছিলেন। এটি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দুই সপ্তাহেরও কম সময় আগে ঘটে। অর্থের মাধ্যমে ট্রাম্পের সঙ্গে ওই নারীর কথিত সম্পর্কের বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়।

পরবর্তীতে কোহেন আদালতে জানান, তিনি সাবেক প্রেসিডেন্টের নির্দেশনায় এক লাখ ৩০ হাজার ডলারের বিষয়টি দফারফা করেছেন। তিনি ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত একাধিক অভিযোগে জেলে ছিলেন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading