বাংলাদেশ জাতীয়তাবাদী দল জার্মানি শাখার উদ্যোগে, গতকাল ৩ জুন ফ্রাঙ্কফুর্টের সালবাউ ওবারআডে,স্বাধীনতার ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা,শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা,দোয়া মাহফিলের আয়োজন করেন, জার্মান বি.এন.পির সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাসুদ রেজার উপস্থাপনায় বক্তাগণ,শহীদ জিয়ার জীবনের উপর আলোকপাত করে,দেশ ও জনগনের কল্যানে তার জীবন উৎসর্গ করে গেছেন ।

স্বাধীনতার ঘোষনা এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, দেশ ও জাতির দুর্দিনে রাষ্ট্র পরিচালনা দায়ীত্ব তার উপড় অর্পিত হলে তিনি দক্ষতার সাথে সে দায়ীত্ব পালন করে বিশ্বের দরবারে আমাদেরকে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন,সবুজ বিপ্লবের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পুনতা অর্জন করা,শ্রমশক্তি এবং তৈরী পোশাক রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয়ের পথ সুগম করেছিলেন,শহীদ জিয়ার সেই শান্তি পুরন সহঅবস্হানের গনতান্ত্রিক বাংলাদেশকে,আজ বাকশালীরা ভয়াত্ব জনপদে পরিনত করে একদলীয় শাসন ব্যাবস্থা কায়েমের পায়তারা চালাচ্ছে,তাইতো নির্যাতিত নিস্পেষিত গনতন্ত্র প্রিয় বাংলার জনতা আজ এক অদম্য শক্তিতে রাজপথে নেমে এসেছে জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে।

 

ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে জাতীয় স্বাধীনতাকে বিপন্ন করে দেশকে এক অজানা গন্তব্যে ঠেলে দিয়েছে ,শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে একদলীয় হিংস্র শাসন অঘোষিত বাকশাল চালু করেছে,ফলশ্রুতিতে মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাকে গলাটিপে হত্যা করে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে ,এতে জনমনে চরম অশান্তি ও হতাশা নেমে এসেছে,দেশের অর্থনীতি এবং আর্থিক প্রতিষ্ঠান গুলি দুর্নীতি আর লুট পাটের মাধ্যমে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে,জ্বালানি তেল,বিদুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্রমবর্ধমান উধ্বগতিতে মধ্য ও নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকা নির্বাহ   করা কঠিন হয়ে পরেছে  ।

অন্যদিকে চলছে লুট পাটের মহৌসব,এমতাবস্হায় বিরোধী দল সাধারন জনগনকে সাথে নিয়ে সরকার আর সরকারি দলের অন্যায়,অবিচার,জেল,জুলুম নির্যাতন,হামলা মামলা,লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হয়ে শান্তি পূর্ন সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানানো এবং তাদের দাবী দাওয়া তুলে ধরার চেষ্টা করছে, সরকার জনগনের সেই সাংবিধানিক গনতান্ত্রিক অধিকার নির্বিঘ্ন করতে বাধাদান করছে,৫২ বছরের অর্জিত  সুনামটুকু কলংকিত করেছেন আমাদের সুসংগঠিত রাষ্ট্রীয় বাহিনীর উপড় শ্যাংসন আর জাতির উপড় আমেরিকা কর্তৃক ভিসা প্রদানে প্রতিবন্ধকতা জারির ঘোষনার মাধ্যমে।

 

অন্য অন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ড: আমানউল্লাহ,ফিরোজ কোরাইশী মোজান্মেল হক, সেলিম ব্যাপারীচঞ্চল,জুয়েল খান,শাখাওয়াত হোসেন সোহাগ,সেলিম রেজা,মোঃ কাওসার শামীম, মন্জু সরকার,আনোয়ার হোসেন, নিয়াজ হাবিব,রিয়াদ খন্দকার দেলোয়ার হোসেন প্রমূখ।অনুষ্ঠানে এক পর্যায় বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন বি এন পি‘র যুগ্ন মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন। সুত্র, প্রেস বিজ্ঞপ্তি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading