জার্মানিতে করোনা পরবর্তী সময়ে বাঙালি কমিউনিটিতে আবারো ফিরে এসেছে আনন্দ। শুরু হয়েছে বাঙালি সংস্কৃতির বিভিন্ন উৎসব আর নানা উৎসবমুখর আয়োজন। করোনাকালীন সময়ে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক দিবসকে কেন্দ্র করে জার্মানির বিভিন্ন শহরে বাঙালি কমিউনিটিতে নানান ধরনের চমৎকার উৎসব লক্ষ্য করা যাচ্ছে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে হয়ে গেল ভোজন রসিক বাঙ্গালীদের ভর্তা উৎসবের মেলা।ফ্রাঙ্কফুর্ট ও তার আশেপাশে বসবাসরত বাঙালি মহিলারা বাহারি রকমের ভর্তার পরসা নিয়ে মেলায় অংশ গ্রহণ করে।
মহিলাদের বিভিন্ন রকম ভর্তা ও মুখরোচক খাবারের উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত। অনুষ্ঠানটি চমৎকারভাবে সফল ও সমাপ্ত করতে বিশেষ ভূমিকা পালন করে হিরা , দিলশাদ,আনিকা, তৃপ্তি ও রুমা এছাড়াও সতস্ফুর্তভাবে বিভিন্ন দায়িত্ব পালন করে উৎসবকে আর সজীব করেন শারমিন, সুমি, ডলি, শিরিন, মল্লিকা, বকুল, বাবু,জাকিয়া ও হিরা। প্রবাসী বাঙালিদের এই ভর্তা উৎসবকে আরও রঙিন করতে আয়োজন করা হয় বাঙালি সংস্কৃতির বিভিন্ন খেলা। যার মধ্যে অন্যতম মহিলাদের বালিশ খেলা আর পুরুষদের জন্য ছিলো চোখবাঁধা ও হাঁড়ি ভাঙা খেলা। প্রবাসী বাঙ্গালীদের এই সাংস্কৃতির খেলাধুলা উৎসবে সহযোগিতা করেন সুপরিচিত মুখ বেলাল হোসেন ও সোহেল আলী। বিভিন্ন ধরনের দেশিয় ভর্তার পাশাপাশি বিকালে নাস্তায় ছিলো হালিম,চটপটি, কেক, চকলেটসহ আরো অনেক কিছু।
ফাতেমা রহমান রুমা,   প্রবাসী সাংবাদিক ডিবিসি টিভির জার্মান প্রতিনিধি ।
Öffnen

Fatama

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading