
OLYMPUS DIGITAL CAMERA
যে চোখে
আলো পরে না , থাকে না কোনো আকাড়
যে চোখ কেবলি অন্ধ , থাকে না যার ধাঁড় ।
যে চোখ দূরদৃষ্টিসম্পন্ন নয় , নয় প্রচ্ছন্ন
মানবতা দেখে না , থাকে বন্ধ !
যে চোখে বিবেক দেয় না ধরা ,
আগ্রাসনের দৃষ্টি দিয়ে ,ধড়া কে করে সড়া ।
যে চোখ
মানুষ কে পায় না খুঁজে , নেই আশার আলো
সে চোখ দেখে না সমাজের কালো ।
সে চোখ দেখায় কেবলি অবহেলা , সাড়া বেলা
সে চোখ , এ সমাজের চোখ নয় ।
এ সমাজ তো অন্ধ নয় !
ক্ষমতার জোরে যখন বিবেক বন্দিশালায় !
ক্ষমতা পাওয়ার তরে
যখন বিবেক নিয়ে করে খেলা !
মানুষ ঘুরে ফিরে তাদের মেলায়
কি খুঁজে বেড়ায় ?
এ সমাজের চোখ
দেখে তোমাকে পিপীলিকার তরে
এ সমাজ তোমাকে মূল্যায়ন না করে ।
দেখে নিকৃষ্ট কীট আর পতঙ্গ সমান
এ সমাজ তোমাকে দেয় না মান ।
তবুও
এ সমাজ কে নিয়ে কিসের আশা কর ?
এ সমাজ কে ভাঙতে
কেন নাহি পারো ?
কিসে তোমার এত কমজোর ?
তুমিই তো সমাজের মূলে
তুমিই তো সমাজের সব
তোমার চোখ কি দেখে না , সমাজের গজব ?
তবে কিসের এত অপেক্ষা!
কিসের পানে চেয়ে , তোমার দুটি চোখ ?
সমাজের চোখে দেয় না ধরা
সমাজের শত অন্ধকার !
সমাজের , এ চোখে চশমা পড়ালেও
হবে না পরিষ্কার ।
বিবেকের ঘরে ধুপ দিয়ে , সমাজ কে দেখো
এ সমাজ কে ঘুণে ধরেছে !
এ সমাজ কে নিয়ে নতুন করে ভাবো ।
মানুষ হয়ে মানুষের মত বাঁচার
খুঁজে নাও অধিকার
এ সমাজের
অন্ধ চোখকে করে দাও নির্বিকার ।
বুলবুল তালুকদার
সহকারী সম্পাদক ,শুদ্ধস্বর ডটকম