দুনিয়া নাচছে ‘নাটু নাটু’র ছন্দে, অস্কারজয়ী গানের তালে মজেছেন তারকা থেকে সাধারণ শ্রোতা সবাই। অস্কারের মঞ্চ হোক বা আফটার পার্টি, সব জায়গাতেই অদ্বিতীয় এম এম কীরাবাণীর ‘নাটু নাটু’। ‘আরআরআর’ ছবি মুক্তির পর থেকে চর্চায় থেকেছে এই গান। তবে, গত কয়েক মাসে ‘নাটু নাটু’র জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিশ্বমঞ্চে একাধিক সম্মান ও স্বীকৃতি তো বটেই, হলিউডের কিংবদন্তিদের কাছ থেকেও প্রশংসা অর্জন করেছে রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরবের এই গান। তেলুগু ছবির ইতিহাসে অনন্য নজির যে গানের, সেই গানের মানে জানেন?

ব্রিটিশাধীন ভারতের দুই স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে লেখা ‘আরআরআর’ ছবির চিত্রনাট্য। রাম চরণ তথা আল্লুরি সীতারাম রাজু ও এনটিআর জুনিয়র তথা কোমারাম ভীম— ছবিতে এই দুই মুখ্য চরিত্রকে দেখা যায় ‘নাটু নাটু’ গানে নাচ করতে। ব্রিটিশদের সামনে নিজেদের দক্ষতা প্রমাণ করার সূত্র ধরে এই গানের অবতারণা। গানের কথাও সেই ভাবনার সঙ্গে সাযুজ্য রেখেই। গীতিকার চন্দ্র বোস বলেন, ‘‘আমার ছোটবেলার স্মৃতি থেকে লেখা এই গান, ছোটবেলায় মা-বাবার সঙ্গে আমার যে স্মৃতি, তা থেকেই গানের কথা লিখেছি। ‘নাটু’ কথার অর্থ গ্রাম্য। ছোটবে‌লার গ্রামে বড় হওয়ার যে স্মৃতি, গানের নেপথ্যে আমার অনুপ্রেরণা সেটাই।’’ কাগজের পাতায় তুলে এনেছেন শৈশবের স্মৃতি, তাই গান লিখতেও সময় বিশেষ লাগেনি, জানান গীতিকার। তাতেই বাজিমাত করেছেন চন্দ্র বোস। রিয়ানা বা লেডি গাগার হিট গান নয়, ‘নাটু নাটু’র ছন্দেই মেতেছে হলিউডও। শুধু গানই নয়, ‘নাটু নাটু’র ‘হুক স্টেপ’ও কম জনপ্রিয় নয়। অস্কারের মঞ্চেও দেখা গিয়েছে ‘নাটু নাটু’র নাচ। মিলেছে স্ট্যান্ডিং ওভেশনও। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading