ভিসা জটিলতায় ফ্রাঙ্কফুর্ট বই মেলায় আসতে পারেননি বাংলাদেশের সরকারী কর্মকর্তারা

 

43574648_479025345917765_7627589492215382016_n

আজ থেকে ফ্রাঙ্কফুর্ট বই মেলা শুরু হয়েছে । বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি, পুস্তক বিক্রেতা সমিতি সহ বাংলাদেশের আরও একটি স্টল রয়েছে মেলায়।  বিশ্বের প্রায় প্রতিটি দেশই এই মেলায় অংশ নিচ্ছে। রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশ অংশ নিচ্ছে ২০১৫ সাল থেকে।   ২০১৫ সালে সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর এই মেলায় এসেছিলেন, সাথে ছিলেন সাংস্কৃতিক সচিব , প্রধানমন্ত্রীর তৎকালীন মিডিয়া সেক্রেটারি (প্রয়াত) মাহাবুব শাকিল। এবার  বাংলাদেশের কোন সরকারী প্রতিনিধি নেই , ভিসা জটিলতার জন্য আসতে পারেন নি। আসার কথা ছিল সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব , বাংলা একাডেমীর ডিরেক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক  অধ্যাপক ,তাদের এখানে সেমিনারে অংশ নেয়ার কথা ছিল ।

43609997_586748818447228_1911091959447945216_n.jpg

১২ তারিখে বাংলাদেশের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা , ঢাকা থেকে অঙ্কুর প্রকাশনীর মেসবাহ উদ্দিন জানিয়েছেন তিনিও ভিসা জটিলতায় আছেন , আসবেন কি না নিশ্চিত নন ।তিনি জানালেন সরকারী কর্মকর্তাদের ভিসা ইন্টার্ভিউর তারিখ পড়েছে ১৪ ই অক্তবর, সেই দিন ফ্রাঙ্কফুর্ট বই মেলার শেষ দিন। বাংলাদেশ ছাড়াও কলকাতার আনন্দ পাবলিশার্স অংশ নিচ্ছে এই মেলায়  উজ্জ্বল কুমার সিনহা আনন্দ পাবলিশার্সের প্রতিনিধিত্ব করেছেন , দিল্লী , মুম্বাই এনং ভারতের বিভিন্ন প্রদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক বই ব্যবসায়ী এই মেলায় অংশ নিচ্ছে। এবার মেলার গেস্ট অব অনার দেশ হচ্ছে জর্জিয়া। আজ বাংলাদেশর রাষ্ট্রদূত ইমতেয়াজ আহমেদ  বাংলাদেশ স্টল পরিদর্শন  করেন।বাংলাদেশ স্টলের নেতৃত্বে রয়েছেন সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ , পুস্তক বিক্রেতা সমিতির নেতৃত্বে রয়েছে পাঞ্জেরী পাবলিকেশনের কামরুল ইসলাম শায়ক।

received_472706953256114

হাবিব বাবুল 

প্রধান সম্পাদক. শুদ্ধস্বর ডটকম 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.