শুদ্ধস্বর রিপোর্ট: ঢাকায় বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রের আট তালায় বাতিঘর নামে একটি বইয়ের দোকান উদ্বোধন হয়েছে ,লালবাগের কেল্লার আদলে নির্মিত এই বইয়ের দোকানটিতে রয়েছে অসংখ্য বই ।রাজধানীর মানুষ একই দোকান থেকে বিভিন্ন ধরণের বই এখন কিনতে পারবেন ।বই প্রেমী প্রবাসীদের জন্যও এটা অত্যন্ত সুখবর, প্রবাসীরা স্বল্পসময়ের জন্য যারা দেশে যান বেড়াতে ঘুরে ঘুরে বই কেনা তাদের পক্ষে অনেক সময় সম্ভব হয়না, এই নতুন বইয়ের কেন্দ্রটি তাদের বই কেনার জন্য খুব সহজ হবে ।আজকে এই বইয়ের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়িদ এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম সহ প্রকাশনা জগতের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
Related Stories
Monday May29,2023
Thursday May25,2023