মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অবৈধ সরকার ক্রমাগতভাবে রাজনৈতিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। দেশ সরকারবিহীন হয়ে পড়ছে। এই ধরনের পরিস্থিতি একটি রাষ্ট্রের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এই ভয়ংকর ও নাজুক পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে সরকারের পদত্যাগ এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ‘জাতীয় সরকার’ গঠন করা।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সম্মিলিত শ্রমিক পরিষদ’ (এসএসপি) এর মে দিবসের মিছিল-পূর্ব সমাবেশে এসব কথা বলেন আ স ম রব।

শ্রমিক নেতা ও এসএস পির প্রধান সমন্বয়কারী এ এ এম ফয়েজের সভাপতিত্বে শ্রমিক নেতা আবদুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জুনায়েদ সাকি, কমরেড সাইফুল হক, নুরুল হক নুর, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মোশারেফ হোসেন মন্টু, বাচ্চু ভূঁইয়া, আবদুল করিম, সোহেল রানা সম্পদ, নেক মোহাম্মদ, নুর আহমদ সেলিম, বাচ্চু মিয়া প্রমুখ। 

এ সময় আ স ম রব বলেন, রাষ্ট্র ব্যবস্থা বদল করে শ্রমজীবী পেশাজীবী মানুষের অংশীদারিত্বমূলক রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া শ্রমিক সমাজের অধিকার নিশ্চিত হবে না। ন্যূনতম জাতীয় মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা, আই.এল.ও কনভেনশন অনুযায়ী শ্রম-আইন সংশোধন, রাষ্ট্রীয় নীতিনির্ধারণে শ্রমজীবী-কর্মজীবী মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, কলকারখানায় অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার ও বাধ্যতামূলক আইন করা, নিরাপদ কর্মক্ষেত্র ও কলকারখানায় প্রস্তাবিত জরুরি পরিষেবা আইন বন্ধ করতে হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading