আজ  ২ ফেব্রুয়ারী ২০২৩ বৃহস্পতিবার সকাল ১০ টায়  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র  উদ্যগে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ সভাপতির বক্তব্য তিনি বলেন  বলেন, সরকার  লুটপাটকারীদের স্বার্থে দফায় দফায়  নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বৃদ্ধির করে চলেছে এটা  ফ্যাসিবাদ সরকারের  চরিত্রের বহি প্রকাশ  জনগনের উপর মরার উপর খাঁড়ার ঘা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,  অবিলম্বে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি। কমরেড সামাদ আরও বলেন, দেশি—বিদেশি লুটেরাদের স্বার্থে বেসরকারি ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনেও বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ বাবদ বছরের পর বছর ধরে হাজার হাজার কোটি টাকা গচ্চা দেয়া হয়েছে। সরকারের দুর্নীতি লুটপাট অরাজকতা  ভুলনীতির দায় জনগণের কাঁধে চাপানো হচ্ছে। সরকার বার বার দাম বৃদ্ধি করছে। সরকারের এই দুর্নীতি ও ভুলনীতির দায় জনগণ কেন বহন করবে? কমরেড সামাদ বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে সকল ধরনের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। ফলে নিত্যপণ্যসহ সকল জিনিসের দামও বাড়বে। যা জনগণের জীবনযাত্রার ব্যয় বহু গুন বাড়াবে। জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়বে।

পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কমরেড সাহিদুর রহমান তার বক্তব্য বলেন অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, দুর্নীতি লুটপাট বন্ধ, ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, জ্বালানি খাতে দায়মুক্তি আইন বাতিল, দুর্নীতি—ভুলনীতি পরিহার করে লুটপাটকারীদের আইনের আওতায় আনুন।

তিনি আরও বলেন  আজ সাধারণ জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে বাজারে চাল ডাল সহ সব ধরনের নিত্য পণ্যর মূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে  তিনি অবিলম্বে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান সিন্ডিকেট মুনাফা খোরদের হাত থেকে। এবং দুর্নীতি লুটপাট অরাজকতা অর্থ পাচার বন্ধ করতে হবে পাচারকৃত অর্থ বিদেশ থেকে ফেরৎ এনে পাচারকারিদের আইনের আওতায় আনার দাবি জানান , তিনি আরও বলেন অবিলম্বে সরকারকে পদত্যাগ করে দল নিরপেক্ষ সরকার এর অধীনে নির্বাচন দিতে হবে

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কমরেড তালেবুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড সামছুল হক সরকার কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তারেক ইসলাম বিডি কেন্দ্রীয় সদস্য কমরেড গিয়াস উদ্দিন ভূঁইয়া নারী নেএী কমরেড নূর আফসানা নীপা প্রমূখ বক্তার অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ এর মূল্য প্রতাহারের দাবি জানান  সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

বার্তা প্রেরক

কমরেড তারেক ইসলাম বিডি 

সদস্য কেন্দ্রীয় কমিটি 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading