নারায়ণগঞ্জে প্রকাশ্যে মারধর: আটক ৩

নারায়ণগঞ্জে প্রকাশ্যে এক যুবককে ছুরিকাঘাত ও মারধরের ঘটনায় সোমবার সকালে ফতুল্লা মডেল থানার উত্তর চাষাড়া ছোট মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।
পরে রাতে তাদের ফতুল্লা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
গতকাল রবিবার রাতে শহরের চাষাঢ়ায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের প্রবেশমুখে ফুটপাতের ওপর এ ঘটনা ঘটে। ইতিমধ্যেই এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ সময় তাদের নিকট থেকে তিনটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ লক্ষনখোলার মনির হোসেনের পুত্র রনি(২২), সদর থানার চাষাড়া রামবাবুর পুকুর পাড় এলাকার মুন্না মিয়ার পুত্র শরীফ(২১) ও ফতুল্লা মডেল থানার চানমারী নতুন রোডের দুলাল হোসেনের পুত্র রাব্বি(২১)।