সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। জাতীয় পরিষদের এই নির্বাচনে আওয়ামী লিগের ম্যান্ডেট ছিল ছয় দফা। পূর্ববাংলার স্বাধিকার পাগল মানুষ ছয় দফার পক্ষে রায় দেয়। শেখ মুজিব হয়ে ওঠেন বাংলার প্রতিটা মানুষের আশা-আকাংখ্যার প্রতীক।

এদিকে ১ মার্চ থেকে ঢাকার পরিস্থিতি পাল্টে যেতে থাকে। প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই এক তরফাভাবে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে। ৩ মার্চের পরিবর্তে ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন ডাকা হয়। এতদিনে বাঙালি জাতি বুঝে নিয়েছে বাংলার স্বাধীনতা ছাড়া বাঙালি জাতির বাঁচার কোনো পথ নেই। অপেক্ষা শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশের।

৭ মার্র্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে (রেসকোর্স ময়দানে) লক্ষাধিক জনতার সমুদ্রে ভাষণ দেন। এ ভাষণে তিনি ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এই ভাষণের মাধ্যমে তিনি বাঙালিকে প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। শুরু হয় অসহযোগ আন্দোলন।

এরই মাঝে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১৫ মার্চ ঢাকায় আসেন। ১৬ মার্চ থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনায় বসেন। প্রকৃতপক্ষে এ আলোচনা ছিল সময়ক্ষেপণ এবং বাঙালির স্বাধীনতা আন্দোলনকে স্তব্ধ করে দেয়ার কৌশল।

একদিকে আলোচনা চলতে থাকে, অন্যদিকে পাকিস্তান থেকে সমরাস্ত্র আনা হয়। পাকিস্তান থেকে সামরিক বাহিনীর সদস্য নিয়ে আসা হয় ঢাকায়। একই সঙ্গে ইয়াহিয়া খানের চলে বাঙালি নিধনের পরিকল্পনা। এ পরিকল্পনায় ভুট্টোকেও সঙ্গে নেয়া হয়। যখন ইয়াহিয়া খানের পরিকল্পনা চূড়ান্ত হয়, তখন কোনো প্রকার সমাধান ছাড়াই আলোচনা ভেঙে দেয়া হয়। ঘোষণা করা হয় যে, বৃহত্তর পরিসরে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য স্থগিত করা হয়।

১৯৭১ সালের ২৫ মার্চ। পাকিস্তানি বাহিনী বিশ্বসভ্যতায় এক জঘন্যতম গণহত্যা ‘অপারেশন সার্চলাইট’ সূচনা করে। অস্ট্রেলিয়ার ‘সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকায় প্রকাশিত একটি লেখায় বলা হয়, শুধু ২৫ মার্চ রাতেই বাংলাদেশে প্রায় এক লাখ মানুষকে হত্যা করা হয়, যা গণহত্যার ইতিহাসে এক জঘন্যতম ভয়াবহ ঘটনা।

এদিন প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করেন। সন্ধ্যা ৬টা নাগাদ ইয়াহিয়া খানের গাড়ির কনভয় স্টাফ হাউসের দিকে এগিয়ে যাচ্ছিল। অন্ধকার নামতেই সেই বহর আবার ফেরত গিয়েছিল প্রেসিডেন্ট হাউসের দিকে। কিন্তু সেই বহরে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ছিল না। গাড়িতে তার জায়গায় বসেছিলেন ব্রিগেডিয়ার রফিক। পাকিস্তানি শাসক ও সেনা কর্মকর্তারা ভেবেছিল, এভাবে শেখ মুজিব এবং অন্যদের ধোঁকা দেয়া সম্ভব হয়েছে। শেখ মুজিব হয়তো ভাববেন যে, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকাতেই অবস্থান করছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খানের গতিবিধির সবটুকুই জানতেন। আন্দোলনকারীদের প্রতি সেনাবাহিনীর আচরণ বিশেষত সৈয়দপুর, রংপুর ও চট্টগ্রামে জনতার প্রতি সেনাবাহিনীর বেপরোয়া গুণিবর্ষণ বঙ্গবন্ধুকে আরও সতর্ক করে তুলেছিল।

সেই সময়ে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা ছিলেন সিদ্দিক সালিক। পরবর্তী সময়ে তিনি ‘উইটনেস টু সারেন্ডার’ শিরোনামে একটি বই লেখেন। এ বইয়ে তিনি লিখেছেন, ‘মুজিবের গোয়েন্দারা গোটা খেলাটা বুঝে গিয়েছিল। জেনারেল ইয়াহিয়া খানের নিরাপত্তা দলে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল এআর চৌধুরী দেখে ফেলেছিলেন যে, একটা ডজ গাড়িতে ইয়াহিয়া খানের মালপত্র বিমানবন্দরে পৌঁছেছে। কর্নেল চৌধুরী তা শেখ মুজিবকে সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়েছিলেন। সন্ধ্যা ৭টার সময়ে ইয়াহিয়া খান যখন বিমানে ওঠার জন্য এয়ারফোর্স গেট দিয়ে ঢুকছেন, তখন নিজের দপ্তরে বসে গোটা দৃশ্যটা দেখছিলেন উইং কমান্ডার এ কে খন্দকার। সঙ্গে সঙ্গেই তিনি ফোন করে খবরটা শেখ মুজিবকে জানিয়ে দেন।’

সিদ্দিক সালিক লিখছেন, ‘ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে এক বিদেশি সাংবাদিক আমাকে ফোন করে জানতে চেয়েছিলেন যে, ইয়াহিয়া খান ঢাকা ছেড়ে চলে গেছেন, এই খবরটা আমি নিশ্চিত করতে পারি কী না!’

ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করায় মুজিব-ইয়াহিয়ার আলোচনার কী পরিণাম নিয়ে ওইদিন দুপুরে মেজর জেনারেল খাদিম হুসেইন নিজের দপ্তরে বসে ভাবছিলেন। হঠাৎই সামনে রাখা টেলিফোনটা বেজে ওঠে। লাইনের অপর প্রান্তে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান।

টিক্কা খান সরাসরি বলেছিলেন, ‘খাদিম, আজই করতে হবে কাজটা।’

খাদিম এই নির্দেশের জন্য অপেক্ষাই করছিলেন। নিজের কর্মচারীদের সঙ্গে সঙ্গেই ওই আদেশ পালনের কথা জানিয়ে দেন তিনি।

সিদ্দিক সালিক লিখছেন, ‘আমি দেখছিলাম ২৯ ক্যাভালরির রেঞ্জাররা রংপুর থেকে আনানো পুরোনো এম-২৪ ট্যাঙ্কগুলো অয়েলিং করছিল। ক্র্যাক ডাউনের সময় ঠিক করা হয়েছিল ২৬ মার্চ রাত ১টায়। আশা করা হচ্ছিল যে, ততক্ষণে ইয়াহিয়া খান করাচিতে পৌঁছে যাবেন।’ ২৫ তারিখ রাত প্রায় সাড়ে ১১টার সময়ে ঢাকার স্থানীয় কমান্ডার টিক্কা খানের কাছে অনুমোদন চেয়েছিলেন ক্র্যাক ডাউনের সময়টা এগিয়ে আনতে। কারণ তার কাছে খবর আসছিল যে, বাঙালিরা ব্যাপক প্রতিরোধের জন্য তৈরি হচ্ছে। সেই প্রতিরোধ প্রস্তুতি হওয়ার আগেই যাতে আক্রমণ করা যায়, সে জন্য সময় এগিয়ে আনার কথা ভাবছিলেন তিনি।

সিদ্দিক সালিক লিখছেন, ‘সকলেই ঘড়ির দিকে তাকালাম। প্রেসিডেন্ট ইয়াহিয়াকে বহনকারী বিমান তখন সম্ভবত কলম্বো আর করাচির মাঝামাঝি হবে। জেনারেল টিক্কা খান আদেশ দিলেন, ববিকে বলো যতটা সম্ভব দেরি করতে।

রাত সাড়ে ১১টায় পুরো শহরের ওপরে পাকিস্তানি বাহিনী হামলা করেছিল। অপারেশন সার্চলাইট শুরু হয়েছিল।’ সেদিন পাকিস্তানি সেনাবাহিনী ইতিহাসের জঘন্যতম ঘটনার জš§ দিয়েছিল।

সৈয়দ বদরুল আহসান নিজের বই ‘ফ্রম রেবেল টু ফাউন্ডিং ফাদার’ গ্রন্থে লিখেছেন, ‘শেখ মুজিবের বড় মেয়ে হাসিনা জানিয়েছিলেন যে গুলির আওয়াজ শুরু হতেই মুজিবুর রহমান ওয়ারলেসের মাধ্যমে খবর পাঠিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দেন।’

রাত প্রায় ১টার সময়ে কর্নেল জেডএ খানের নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনীর একটা দল ৩২ নম্বর ধানমন্ডিতে পৌঁছে। গেটে পৌঁছেই সেনাবাহিনীর সদস্যরা ঝাঁকে ঝাঁকে গুলি চালাতে শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা এক স্থানীয় পুলিশ কর্মী সেই গুলিতে মারা যান। দোতলায় বঙ্গবন্ধু স্ত্রী ও সন্তানদের একটা ঘরে বন্ধ করে বাইরে থেকে আটকিয়ে দেন এবং যতটা সম্ভব জোরে চেঁচিয়ে বলে ওঠেন ‘ফায়ারিং বন্ধ কর’।

প্রখ্যাত সাংবাদিক বি জেড খুসরু তার বই ‘মিথস এন্ড ফ্যাক্টস বাংলাদেশ লিবারেশন ওয়ার’ বইয়ে লিখেছেন, ‘গুলি বন্ধ হওয়ার পরে কর্নেল খান ঘরের ভেতরে ঢোকেন। নিচে কাউকে পাননি তিনি। সিড়ি দিয়ে দোতলায় যান। মুজিব একটা ঘরের বাইরে দাঁড়িয়ে ছিলেন। শেখ মুজিবকে কর্নেল আদেশ করেন তার সঙ্গে যাওয়ার জন্য। তিনি জানতে চেয়েছিলেন পরিবারকে বিদায় জানিয়ে আসতে পারেন কি না। কিছুক্ষণের মধ্যেই পরিবারের সবার সঙ্গে দেখা করে বেরিয়ে এসেছিলেন তিনি।’

মি. খুসরু আরও লিখেছেন, ‘সেনাবাহিনীর গাড়িতে চড়ার সময়ে শেখ মুজিবের খেয়াল হয় যে তিনি পাইপটা ফেলে এসেছেন। কর্নেল আর শেখ মুজিব আবারও ভেতরে গিয়ে পাইপ নিয়ে গাড়িতে ফেরত আসেন। কিছুক্ষণ পর শেখ মুজিবের মনে হয় যে, তার হয়তো কোনো ক্ষতি করা হবে না। কর্নেলকে তিনি জিজ্ঞাসা করেন, আসার আগে আমাকে জানানো হলো না কেন? কর্নেল উত্তর দিয়েছিলেন, সেনাবাহিনী আপনাকে দেখাতে চেয়েছিল যে আপনাকে গ্রেপ্তারও করা যেতে পারে।’

জেডএ খান ‘দ্য ওয়ে ইট ওয়াজ’ বইতে লিখেছেন, ‘শেখ সাহেবকে গ্রেপ্তার করার পর ৫৭ ব্রিগেডের মেজর জাফর ওয়ারলেস মেসেজ পাঠিয়েছিলেন ‘বিগ বার্ড ইন কেজ, স্মল বার্ডস হ্যাভ ফ্লোন’। মি. খান লিখেছেন, ‘আমি জেনারেল টিক্কা খানের কাছে ওয়ারলেসে জানতে চেয়েছিলাম আপনি কি চান শেখ মুজিবকে আপনার সামনে হাজির করাই? উনি উত্তর দিয়েছিলেন, আমি তার মুখ দেখতে চাই না।’

সিদ্দিক সালিক লিখছেন, ‘ওই রাতে মুজিবের সঙ্গে থাকা সব পুরুষ মানুষদের আমরা গ্রেপ্তার করে এনেছিলাম। পরে চাকরবাকরদের ছেড়ে দেয়া হয়েছিল। আদমজী স্কুলে সবাইকে ওই রাতে রাখা হয়েছিল। পরের দিন ফ্ল্যাগ স্টাফ হাউসে নিয়ে যাওয়া হয়েছিল। তিনদিন পরে করাচি নিয়ে যাওয়া হয়। পরে আমার বন্ধু মেজর বিলালের কাছে জানতে চেয়েছিলাম গ্রেপ্তার করার সময়ই মুজিবকে খতম করে দিলে না কেন? বিলাল বলেছিল জেনারেল টিক্কা খান ব্যক্তিগতভাবে ওকে বলেছিলেন, যে কোনো উপায়ে শেখ মুজিবকে জীবিত গ্রেপ্তার করতে হবে।’

Gesendet von কাজী: Heute um 07:00
ওই রাতেই এক পাকিস্তানি সেনা ক্যাপ্টেন ওয়ারলেসে মেসেজ পাঠিয়েছিলেন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল আর জগন্নাথ হল থেকে কড়া প্রতিরোধ আসছে। সিদ্দিক সালিক লিখছেন, ‘এক সিনিয়র স্টাফ অফিসার আমার হাত থেকে ওয়ারলেস সেটটা কেড়ে নিয়ে জানিয়েছিলেন ওদের শেষ করতে তোমার আর কত সময় লাগবে? চার ঘণ্টা! … যত্তসব… তোমার কাছে কী অস্ত্র আছে? রকেট লঞ্চার, রিকয়েলস গান, মর্টার… সবকিছু একসঙ্গে চালাও… দুই ঘণ্টার মধ্যে পুরো এলাকা দখল করে রিপোর্ট কর।’

চারটের মধ্যে বিশ্ববিদ্যালয় চত্বর পাকিস্তানি সেনারা দখল করে নিয়েছিল। কিন্তু বাঙালি জাতীয়তাবাদী ভাবনাকে পাকিস্তানি সেনারা দখল করতে পারেনি। সকালে ভুট্টোকে ঢাকায় তার হোটেল থেকে উঠিয়ে নিয়ে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। বিমানে ওঠার আগে পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা করে তিনি বলেছিলেন, ‘ধন্যবাদ, পাকিস্তান বেঁচে গেল।’

পরদিন সকালে সিদ্দিক সালিক ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাসভবনে গিয়েছিলেন তল্লাশি চালাতে। কিছুই পাওয়া যায়নি সেখানে, শুধু রবীন্দ্রনাথের একটা ফ্রেমে বাঁধানো ছবি ছাড়া। ফ্র্রেমের কাচটা বেশ কয়েক জায়গায় ভেঙে গিয়েছিল, কিন্তু ছবিটা একদম ঠিক ছিল।

ওদিকে পাকিস্তানে নিয়ে যাওয়ার পরে শেখ মুজিবকে মিয়াওয়ালী জেলের এক সেলে বন্ধ করে রাখা হয়। রেডিও তো দূরের কথা, খবরের কাগজও দেয়া হতো না তাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হওয়ার পর প্রায় ৯ মাস তিনি সেখানে ছিলেন। ৬ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে চলা এক সেনা ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

পাকিস্তানি বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যে বাঙালিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, সেই বাঙালিই পাকিস্তানি বর্বর সেনাবাহিনীকে পরাস্ত করে বাংলাদেশকে স্বাধীন করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের শাসন ক্ষমতা চলে যায় জুলফিকার আলি ভুট্টোর কাছে। মিয়াওয়ালী জেল থেকে বের করে বঙ্গবন্ধুকে রাওয়ালপিন্ডির একটি গেস্ট হাউসে নেয়ার নির্দেশ দেন জুলফিকার আলি ভুট্টো। ৭ জানুয়ারি, ১৯৭২, রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাওয়ালপিন্ডির চকলালা বিমানঘাঁটিতে ছাড়তে ভুট্টো নিজেই গিয়েছিলেন। কোনো কথা না বলে বঙ্গবন্ধুকে বিদায় জানান। পেছনের দিকে আর না তাকিয়ে সোজা বিমানের সিঁড়ি বেয়ে উঠে গিয়েছিলেন বঙ্গবন্ধু।

দু’দিন লন্ডনে অবস্থানের পর ৯ জানুয়ারি বঙ্গবন্ধু ঢাকা রওনা হন। মাঝে কয়েক ঘণ্টার জন্য দিল্লিতে নেমেছিলেন। ভারতের রাষ্ট্রপতি ভি ভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার পুরো মন্ত্রিসভা, সেনা, বিমান আর নৌবাহিনীর তিন প্রধান এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায় বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানিয়েছিলেন। সবার চোখেই ছিল জল। ক্যান্টনমেন্টে এক সভার আয়োজন করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব ইংরেজিতে ভাষণ দিতে শুরু করেন। মঞ্চে বসা ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে অনুরোধ করেন বাংলায় বলার জন্য।

দু’ঘণ্টা পর ঢাকার পথে রওনা হন বঙ্গবন্ধু শেখ মুজিব। তখন লাখো জনতা বঙ্গবন্ধুকে স্বাগত জানায় স্বাধীন বাংলাদেশের মাটিতে। পাকিস্তানি বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যে বাঙালিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, সেই বাঙালিই পাকিস্তানি বর্বর সেনাবাহিনীকে পরাস্ত করে বাংলাদেশকে স্বাধীন করে। যে নেতার ডাকে লাখো মানুষ জীবন দিয়েছে, সেই নেতা বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেন একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন জাতি, একটি জাতিরাষ্ট্র বাংলাদেশ।\
লেখক, গণমাধ্যম কর্মী এবং রাজনৈতিক বিশ্লেষক ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading