গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দিলে বইমেলা বর্জন করা হবে। আদর্শ প্রকাশনীকে বইমেলায় স্টল বরাদ্দ না দিয়ে একুশে বইমেলাকে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে। সরকার মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও বাস্তবে তারা চেতনাবিরোধী কাজ করছে। আওয়ামী লীগ নেতারা দেশের টাকা পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। তাই, আইএমএফের কাছে ভিক্ষা চাচ্ছে।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল ৪ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিদ্যুৎ, তেল, গ্যাসের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

নুর বলেন, ১৪ ও ১৮ সালের মতো আর পাতানো নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। সংসদ ভেঙে দিয়ে অন্তবর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা দিয়ে পদত্যাগ করতে হবে। বিরোধী ৫৪ দল আমাদের রাজপথের সহযোদ্ধা, জোটে ফাটল ধরাতে সরকার পরিকল্পিতভাবে সন্দেহ তৈরি করছে। সরকার বিরোধী রাজনৈতিক দল গুলোর আন্দোলন দমন করার জন্য নানা অপকৌশল হাতে নিয়েছে, তাই সবাইকে বলবো সরকারের ফাদেঁ পা দেবেন না। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।

গণঅধিকার পরিষদের ঢাকা দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ড.মালেক ফরাজীর সভাপতিত্বে ও সদস্যসচিব ঈসমাইল হোসেন বন্ধনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান,মাহফুজুর রহমান খান,মোঃসোহরাব হোসেন,আবু হানিফ, যুগ্ম সদস্যসচিব তারেক রহমান,ফাতেমা তাসনিম, শামসুদ্দিন শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান সেক্রেটারি সোহেল রানা সম্পদ, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসালম,ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা সেক্রেটারি আরিফ আদিব প্রমুখ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading