ঘোষিত দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের এক দফা দাবিতে গতকাল রবিবার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘন্টার হরতাল শুরু হয়েছে। আজ সোমবার দ্বিতীয় দিনেও বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি, গণঅধিকার পরিষদ (নুর) ও গণঅধিকার পরিষদ (রেজা), বাংলাদেশ লেবার পার্টিসহ সমমনা রাজনৈতিক দল এই হরতাল পালন করছে।এ ছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) হরতালকে সমর্থন জানিয়ে রাজপথে কর্মসূচি করছে।

হরতাল সমর্থনে সকালে রাজধানীর কারওয়ান বাজার ও দয়াগঞ্জ এলাকায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করেছে। সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে চারিদিকে অন্ধকার ধেয়ে এসেছে। অবৈধ সরকারের মসনদ আর ধরে রাখতে পারবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না।

হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই নেতা বলেন, ‌‘গ্রেপ্তার, মিথ্যা মামলা, বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে পরিবারের সদস্য ধরে নিয়ে গিয়ে এক দফার আন্দোলনকে সরকার রুখতে পারেনি। বিএনপিসহ সমমনা জোটদের নেতাকর্মীরা সারাদেশে জনগনকে সঙ্গে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ হরতালে রাজপথে নেমেছে। এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথ ছাড়বে না। আমরা বিশ্বাস করি, জনগণের দাবি মেনে সরকার অচিরেই পদত্যাগে বাধ্য হবে।’

সকাল সাড়ে ৬টায় কারওয়ান বাজারের সোনারগাঁও সড়কে এবং সকাল সাড়ে ৭টায় দয়াগঞ্জের দয়াগঞ্জ এলাকায় এ মিছিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলসহ ছাত্র দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

রিজভী জানান, সারাদেশে বিএনপি ও সমমনা জোটের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান নিয়ে হরতাল পালন করছে। নানা বাধা-বিপত্তির মধ্যেও রাজধানীর বিভিন্ন স্থানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, মহিলা দল, ছাত্রদল, জাসাসসহ ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল করছে।

হরতাল সমর্থনে মিছিলে আরও অংশ নেন- সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি, কেন্দ্রীয় নেতা ডা. সাব্বির, ডা. জিসান, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন ইমন, রাশেদুল আমিন, সহ সাধারণ সম্পাদক শাহ পরান, সহ-দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, সদস্য রাকিব রায়হান, ঢাবি বিজয় একাত্তর হলের জিএস বিএম কাওসার, মহানগর ছাত্রদল নেতা মিরাজ, আসাদ, আব্দুর রব সিয়াম, শরীফ, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা ফয়সাল প্রধান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ্, আবু সালেহ হিরোন, আইএইচটি সাবেক সদস্যসচিব রাফসান হোসেন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেকৃবি সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, এটিআই আহ্বায়ক জলিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পাদক জুম্মান প্রধান, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক হৃদয়, কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ, যুবদল কর্মী আলমগীর ও রকিব, ছাত্রদল কর্মী আজাদ-সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

হরতালের সমর্থনে সায়েদাবাদ এলাকায় সংগঠনের সহ সভাপতি তানজিল হাসানের নেতৃত্বে মিছিল করেছে ছাত্রদল। এতে আরও অংশ নেন- ছাত্রদলের যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর, সহ সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন, রুহুল আমিন হিমেল, সদস্য আনিছুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, মহানগর পূর্বের যুগ্ম আহবায়ক এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজ, ঢাকা কলেজর সহ সভাপতি সাইফুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক ইজাবুল মল্লিক, জহিরুল ইসলাম শুভ, বেসরকারি বিশ্বাবিদ্যালয়ের সহ সভাপতি আল আমিন মৃধা, সজিব মৃধা, সাদেক হোসেন, মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সহসম্পাদক নাজমুল আকন, তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতা নাজমুল হাসান পাপন, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব,রাহাত হোসেন, দনিয়া কলেজ ছাত্রদলের সহ সভাপতি সাইফুল ইসলাম, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল আমিন হোসেন, রাশেদুল ইসলাম, রাশেদুল ইসলাম রাশেদ, আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সিহাব হোসেন, বংশাল থানা ছাত্রদল নেতা শান্ত প্রমুখ।

হরতাল সমর্থনে পুরান ঢাকায় মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। হরতাল সমর্থনে বিজয়নগর পানির পাম্প (কালভার্ট রোডের সম্মুখ) থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মিছিল হয়েছে। এতে অংশ নেন- ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার,সহ-সাধারণ আল আমুন, সদস্য অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহিন, ঢাবির অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আলফি লাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম কার্দী,সহ-সভাপতি পিয়াল হাসান, সহ-সভাপতি শাহাদাত হোসেন মানিক, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা, সহ-সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, যুগ্ম সম্পাদক শাহীন আল মাহমুদ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক রাকিব আমির, তিতুমীর কলেজ ছাত্রদলের ছাত্রনেতা লিমন আহম্মেদ, হারুন অর রশিদ, খোকা আহমেদ, সবুজ আহম্মেদ,জাহিদ মিয়া, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. মজিবুল হক রিপন, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, যুগ্ম সাধারণ সম্পাদক আহমাদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক গণ শিক্ষা বিষয়ক সম্পাদক এম এইচ রাসেল বিল্লাহ, মো. টগর প্রধান, মো. রাসেল, জাহিদ হোসেন ফাহিম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জসিম উদ্দিন, হারুন অর রশিদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আবু সুফিয়ান, জাহিদুল ইসলাম জাহিদ, মাহমুদ বিন কবির, রাসেল হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আহ্বায়ক আতিকুর রহমানের নেতৃত্বে ক্যাম্পাসে হরতাল সমর্থনে মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ ছাড়া মগবাজারসহ রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদল মিছিল করেছে।

হরতাল সমর্থনে মিরপুর সাড়ে ১১ বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করেছে জামায়াত ইসলামী। মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীনের নেতৃত্বে এ মিছিলে আরও অংশ নেন- মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য আবু হানিফ, জোবায়ের হোসাইন রাজন, মোশাররফ হোসেন ও যুবনেতা মো. হাসানুল বান্না চপল প্রমূখ।

মিরপুর শেওড়া পাড়ায় হরতালের সমর্থনে কাফরুল অঞ্চলের নেতাকর্মীরা পিকেটিং এবং মিছিল করে। মহানগরী কর্মপরিষদ সদস্য এস আলম টুটুলের নেতৃত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- মহানগরী মজলিসে শূরা সদস্য আব্দুল মতিন খান, আনিসুর রহমান, আতিক হাসান রায়হান, অ্যাডভোকেট এনায়েত, ছাত্রনেতা গোলাম রাব্বানী ও নাজমুল হাসান প্রমুখ।

হরতালের সমর্থনে মিরপুর অঞ্চলের উদ্যোগে সমর্থনে মিছিল বের করা হয়। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার সদস্য মিরপুর দক্ষিণের থানা আমির অ্যাডভোকেট আব্দুল হামিদের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট আব্দুর রাকিব, জসিম উদ্দিন, বিপ্লব, আজহার ও ছাত্রনেতা হিশাম ও ফাহাদ প্রমূখ। মিছিলটি কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান সড়ক কেন্দ্রীয় মসজিদের সামনে এসে পথ সভার মাধ্যমে শেষ হয়।

হাতিরঝিল থানার উদ্যোগে মগবাজার চৌরাস্তায় মিছিল, পিকেটিং করেছে জামায়াতের কর্মীরা। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এম জে রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগরী শূরা সদস্য এম এইচ খন্দকার, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক কলিম উল্লাহ, আনোয়ার হোসেন ও ছাত্রনেতা মরম আলী প্রমূখ। মিছিলটি চৌরাস্তা থেকে শুরু হয়ে মগবাজার ওয়্যারলেস রেলগেট এসে শেষ হয়।

হরতালের সমর্থনে মোহাম্মদপুর পশ্চিম থানা সেক্রেটারি মাসুদুজ্জামানের নেতৃত্বে মোহাম্মদপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন- থানার শূরা ও কর্মপরিষদ সদস্য রবিউল ইসলাম রুবেল, রুহুল আমিন, আবুল কালাম আজাদ ও কর্মপরিষদ সদস্য আশরাফুল আলম, জামায়াত নেতা মারুফ বিল্লাহ, শাহাবউদ্দিন মিজান, হাফিজুর রহমান শিকদার, ইউনুস মিয়া ও যুব নেতা হাফিজুর রহমান সুমন প্রমূখ।

হরতালের ২য় দিনে বিক্ষোভ করে উত্তরা পশ্চিম অঞ্চল। মহানগরী মজলিসে শূরা সদস্য এসকে রতন ও মো. সলিম। বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন উত্তরা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিভিন্ন থানার জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।

হরতালের সমর্থনে রাজধানীর ভাটারা এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ ও পিকেটিং কর্মসুচি পালন করা হয়। ঢাকা মহানগরী মজলিশে শুরার সদস্য আবুল বাশারের নেতৃত্বে উক্ত কর্মসূচি মিছিল অনুষ্ঠিত হয়। আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও অন্যান্য দায়িত্বশীলগণ।