দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। তবে মনোনয়ন বিক্রি শুরু করলেও ভোটে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। এমনটি জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আজ সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের মুজিবুল হক চুন্নু বলেন, ‘মনোনয়ন ফরম বিক্রি শুরুর মাধ্যমে নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া শুরু হলেও আগামী পাঁচ দিনের মধ্যে পার্টির চেয়ারম্যান ভোটে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।’

যদিও সকালে দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, আজই বৈঠক করে নির্বাচনে আসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

জাপার মহাসচিব বলেন, ‘নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা এখনও পুরোপুরি আস্থাশীল নই। এখনও পরিবেশ তৈরি হয়নি। তবে জাপা আশাবাদী পরিবেশ তৈরি হবে। মনোনয়ন জমার আগে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।’

 

তিনি আরও বলেন, ‘একটি বড় দল এক দফা দাবিতে রাস্তায় আছে। আলোচনার টেবিলে বসলে সমাধান সম্ভব। এখনও সময় আছে বড় দুটি দলের মধ্যে আলোচনা করে শিডিউল ঠিক করা যেতে পারে।’

রওশনের চিঠি নিয়ে বিতর্কের কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, ‘রওশন এরশাদ আওয়ামী লীগের জোটে থাকতে চাওয়ার কথা বলে চিঠি দিয়েছিলেন। জাপা বিএনপিকে নির্বাচনে আসার জন্য আলাদা করে কিছু বলবে না। জাপা সবাইকে নির্বাচনে আসার আহবান জানায়।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.