বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের স্বাস্থ্যের অবনতি হওয়ায় বঙ্গবন্ধু মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়েছে। সোমবার (২০ নভেম্বর) মধ্যরাতে তাকে আইসিইউতে নেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে সালাউদ্দিন আহমেদের শ্বাসকষ্ট শুরু হলে বেলা ১১টার দিকে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।

কিছুদিন আগে কারাগারে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন সালাউদ্দিন আহমেদ। গ্রেফতার হওয়ার আগে তার শরীরে চারটি রিং বসানো হয়। দলীয় সূত্রে জানা গেছে এ তথ্য।
গত ৩ আগস্ট আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে সালাউদ্দিন আহমেদকে আটক করে গোয়েন্দা পুলিশ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.