যুদ্ধ শেষ হওয়ার আগে ইউক্রেনকে ন্যাটোতে নেয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ।

তিনি বলেছেন, যুদ্ধ চলা অবস্থায় ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা হবে না। তিনি শুক্রবার নিউ ইয়র্কে পররাষ্ট্র সম্পর্ক পরিষদের সাধারণ সভায় এ তথ্য জানান।

স্টলটেনবার্গ আরো বলেন, যুদ্ধ এখন পুরোদমে চলমান। এ অবস্থায় আজ-কালের মধ্যেই ইউক্রেনকে সদস্য করা সম্ভব নয়। আমাদের এ ধরণের অনুমতি নেই।

তিনি বলেন, রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধ হওয়ার পর ইউক্রেনকে হয়তো ন্যাটোর সদস্য করা হবে। যুদ্ধের সমাপ্তি ও স্থায়ী শান্তির নিশ্চয়তার সঙ্গে ন্যাটোর সদস্যপদ প্রাপ্তির সম্পর্ক রয়েছে। এগুলো একটার সাথে অন্যটি সম্পর্কিত।

ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ দাবি করেন, ইউক্রেনে পশ্চিমা সমরাস্ত্র প্রেরণ এবং ইউক্রেনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার ঘটনা ন্যাটোতে দেশটির অন্তর্ভুক্তির সম্ভাবনা ক্রমেই বাড়িয়ে তুলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.