ফ্রি চিকিৎসা সেবা নিয়ে বাসদ নেত্রী ডা. মনিষা

প্রান্তিক জনপদের অসহায় দরিদ্র মানুষের ফ্রি চিকিৎসা দিয়েছেন বাসদ নেত্রী ডা. মনিষা চক্রবর্তি। উজিরপুরের বামরাইল ইউনিয়নের হস্তিসুন্ড গ্রামের প্রায় শতাধিক রোগীদের চিকিৎসা করেন তিনি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে হস্তিসুন্ড এ আর তালুকদার কমপ্লেক্সের চিকিৎসা সেবা কেন্দ্রে তিনি এ কার্যক্রম চালান।
মনিষার ফ্রি চিকিৎসা পেয়ে খুশি এলাকার মানুষ। তিনি প্রতি মাসে ২ বার ওই এলাকায় সাধারণ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেবেন বলে জানিয়েছেন।
চিকিৎসা সেবা কেন্দ্র উদ্বোধনকালে বামরাইল ইউপি চেয়ারম্যান ইউসুফ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান বাবু গৌরাঙ্গ কর্মকর, সমাজ সেবক সমসুল আলম জুলফিকার , মিজানুর রহমান কবির ,ক্রীড়াবিদ আব্বাস তালুকদার উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ. রহিম সরদার, সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু প্রমুখ।
ডা. মনিষা বলেন , তিনি বিনা টাকায় মানুষের চিকিৎসা সেবা দেবেন। মাসে দু’বার হস্তিসুন্ড গ্রামের মানুষকে তিনি তার সেবা দেবেন।