ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন বহিষ্কার

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিনকে বহিষ্কার করেছে দলটি।

মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাময়িক বহিষ্কার করে ১৫ দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এটি কেন্দ্রের সিদ্ধান্ত।

রিয়াজ উদ্দিন রাজধানীর শেরেবাংলা বালিকা বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ছিলেন। সম্প্রতি কয়েকজন শিক্ষক তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্থানীয় সংসদ সদস্যসহ অনেকের কাছে স্মারকলিপি দেয়ায় তিনি পদত্যাগ করেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.