চট্টগ্রামে যুবলীগ নেতার ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় পূর্ব বিরোধের জের ধরে যুবলীগ নেতা জসিমের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন মান্না (৪৬) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় মান্নার ছেলেও ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে সরাইপাড়া হাজি আশরাফ আলী রাস্তার উপর এ ঘটনা ঘটে। খবর পেয়ে পাহাড়লী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।

নিহত মান্না স্থানীয় হাজি আব্দুস সালাম দফাদার বাড়ির মরহুম নূর মিয়ার ছেলে এবং ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

পুলিশ জানায়, সম্প্রতি অনুষ্ঠিত পাহাড়তলী-ডবলমুরিং সংসদীয় আসনের উপ-নির্বাচনে নির্বাচনী প্রচারের টাকার ভাগভাটোয়ারা নিয়ে স্থানীয় যুবলীগ নেতা জসিম ও আওয়ামী লীগ নেতা মান্নার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয় ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরুল আমিন শালিশ করে বিরোধ মিটানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। জসিমের দাবি, মান্না নির্বাচনী কর্মীদের জন্য আনা আট হাজার টাকা নিজেই আত্মসাৎ করেন। বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে মারামারিও হয়। এ নিয়ে পাহাড়তলী থানায় মামলা করেছিলেন মান্না। রোববার দুপুরে পুলিশ মামলার বিষয়ে তদন্তে এলে দু’জনের মধ্যে আবার ঝগড়ার সৃষ্টি হয় এবং পুলিশ চলে যাওয়ার পরপরই ছুরিকাঘাত করে মান্না ও তার ছেলেকে আহত করেন যুবলীগ কর্মী জসিম। দু’জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মান্নাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্বাচনী টাকা নিয়ে আওয়ামীলীগ কর্মীদের মধ্যে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।’

তিনি আরো বলেন, ‘একপক্ষ বেশি নিয়েছে অপরপক্ষ কম পেয়েছে এসব নিয়ে বিরোধ ছিল। থানায় মামলাও হয়েছিল। পুলিশ টিম ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানা যাবে।’
সূত্র : ইউএনবি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.