রওশনের প্রার্থী মামুনুর মানেন না কাদের

আসন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে কাজী মো. মামুুনুর রশিদের নাম ঘোষণা করেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তবে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, মামুুনুর রশিদ জাপার প্রার্থী নন।

রওশন এরশাদের মুখপাত্র ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী মামুুনুর রশিদ। রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল গুলশানে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিবের বাসভবনে আনুষ্ঠানিকভাবে কাজী মামুনের হাতে মনোনয়নপত্র তুলে দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা ও গোলাম মসীহ। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের কথাও বলা হয়েছে। এ সময় অন্যদের মধ্যে জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান টিটু এবং লাঙল মাল্টিমিডিয়ার কাজী শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।

এদিকে কাজী মামুনুর রশীদের বিষয়ে জিএম কাদের আমাদের সময়কে বলেন, ‘তিনি জাপার প্রার্থী নন। জাতীয় পার্টি এখনো কাউকে মনোনয়ন দেয়নি। তবে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা আছে।’

খোঁজ নিয়ে জানা গেছে নির্বাচন যত ঘনিয়ে আসছে জাপায় রওশন ও জিএম কাদের দ্বন্দ্ব আরও স্পষ্ট হচ্ছে।

রওশনের অনুসারীরা দলের সম্মেলনের জন্য সারাদেশে প্রস্তুতি কমিটি করছেন। যদিও দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু বলছেন, সম্মেলন করার এখতিয়ার রওশন এরশাদ বা অন্য কারও নেই। জি এম কাদের পন্থীরা কাজী মামুনকে জাপার কেউ নয় বলে মন্তব্য করে থাকেন। আবার কাজী মামুনুর রশীদ জিএম কাদেরকে অবৈধ চেয়ারম্যান বলে অভিহীত করেছেন।

এসব দ্বন্দ্বের বিষয়ে দলের একজন প্রেসিডিয়াম সদস্য আমাদের সময়কে বলেন, জাপার এই টাইপের দ্বন্দ্ব বহু পুরনো। জাতীয় নির্বাচন এলে কিংবা দেশে রাজনৈতিক সংকট দেখা দিলে জাপার মধ্যে এই জটিলতা দেখা দেয়। এছাড়া অন্য সময়গুলোতে এই দলে কোনো সময়া দৃশ্যমান হয় না। এই সমম্যার মূলে কারা জানতে চাইলে তিনি বলেন, এটা আমার জানা নেই।

আগামী ১৭ জুলাই জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.