ম্যাচ-পরবর্তী সংঘর্ষের জেরে প্রাণ গেলো জার্মানির তরুণ ফুটবলারের

 

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

জার্মানির ফ্রাঙ্কফুর্টে একটি আন্তর্জাতিক যুব ফুটবল প্রতিযোগিতার খেলা চলাকালীন মাঠের মধ্যে দুই দলের খেলোয়াড়দের বিবাদের জেরে প্রাণ গেলো জার্মানির এক তরুণ ফুটবলারের। পুলিশ জানিয়েছে , টুর্নামেন্টে একটি ফরাসি দলের খেলোয়াড়দের সাথে লড়াইয়ে গুরুতর আহত হওয়ার পর  বার্লিনের ১৫বছর বয়সী ওই ফুটবলার মারা যান। হাতাহাতির সময়  ওই কিশোর তার মস্তিষ্কে গুরুতর আঘাত পায়। এই ঘটনার পর ফরাসি দলের একজন ১৬বছর বয়সী খেলোয়াড়কে গ্রেপ্তার করা হয়। জেএফসি  বার্লিন এবং ফরাসি দ্বিতীয়-বিভাগের ক্লাব মেটজের একটি দলের মধ্যে খেলা শেষে রেফারি  চূড়ান্ত বাঁশি বাজানোর পরে সংঘর্ষটি ঘটে। তদন্তকারীরা এখনও  ঘটনার বিস্তারিত বিবরণ খতিয়ে দেখে তরুণ খেলোয়াড়ের আঘাতের কারণ পর্যালোচনা করছেন ।

পুলিশ মঙ্গলবার একটি পৃথক বিবৃতিতে বলেছে- ” বার্লিনের মৃত ওই খেলোয়াড় মাথায় বা ঘাড়ে আঘাত পাবার পর  লুটিয়ে পড়েন  এবং তাকে পুনরুজ্জীবিত করার অনেক চেষ্টা করা হয়েছিলো। ” ফ্রাঙ্কফুর্টের প্রসিকিউটর অফিসের একজন মুখপাত্র বলেছেন, ওই ফুটবলারের মস্তিষ্ককে  মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা।  তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে  যাতে তার অঙ্গগুলি দান করা যায়। ফরাসি ক্লাব মেটজ জানিয়েছে , সারা বিশ্ব থেকে তরুণ ফুটবলারদের তুলে এনে তাদের  উচ্চ স্তরের প্রশিক্ষণ দেয়া হয়।  সেখানে ফ্রাঙ্কফুর্টে টুর্নামেন্টের ঘটনাগুলি দেখে তারা  ”হতবাক” ।

ক্লাব বলেছে, সন্দেহভাজন আক্রমণকারী  ইচ্ছাকৃতভাবে গুরুতর শারীরিক ক্ষতি করার কথা অস্বীকার করেছে। তারা ঘটনাটিকে দুঃখজনক বলে জানিয়েছেন। কোনও ব্যক্তি ঐ ঘটনার ভিডিও করে থাকলে তদন্তের স্বার্থে তা পুলিশকে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। 

সূত্র: sportstar.thehindu.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.