এবারের বাজেট কেন ‘জনবান্ধব’, জানালেন ওবায়দুল কাদের

জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘জনবান্ধন বাজেট’ বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

নির্বাচনের ছয় মাস আগে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশের অর্থনীতির নাজেহাল অবস্থা, এমন পরিস্থিতিতে সরকারের এই বাজেট; কতটা জনস্বীকৃতি নিয়ে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে?

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি। নাজেহাল অবস্থা? এই মুহূর্তে বিশ্ব অর্থনীতির কী অবস্থা? কোন দেশ, ইউরোপ-আমেরিকা, আমাদের প্রতিবেশীরা কে অত ভালো আছে? কে অত স্বাচ্ছন্দ্যে আছে? আমরা তুলনামূলকভাবে অনেক ভালো আছি। এই বাজেট হচ্ছে সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট। আমি এককথায় বলব, এটি একটি জনবান্ধব বাজেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অভিমুখে যে যাত্রা, সেই অভিযাত্রার প্রথম সোপান আমরা অতিক্রম করছি।’

নির্বাচনের আগে বাজেটকে কীভাবে দেখছেন, এটা নির্বাচনকেন্দ্রিক বাজেট কি না—এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটিকে জনবান্ধব (বাজেট) বলতে হবে। সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট।’

বাজেটের পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে কি না, জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। দ্রব্যমূল্যের কথা যদি বলেন, দ্রব্যমূল্য এখন বেশ কিছু ক্ষেত্রে কমতে শুরু করেছে। আমরা আশা করছি বাজেটটা এমনভাবে করা হয়েছে যে, মানুষের কষ্টটা লাঘব হবে। জিনিসপত্র মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে হবে। জনবান্ধব এ জন্যই বলেছি, এটি সাধারণ মানুষের কথা মাথায় রেখেই করা হয়েছে।’

 

প্রসঙ্গত, ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে ২০২৩-২০২৪ অর্থবছরের জাতীয় বাজেট আজ বিকেলে সংসদে পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় জাতীয় সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা।

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.