আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।

আজ মঙ্গলবার সকালে মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বরাতে জানা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষ। তারা মুখোমুখি অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। ফলে মহাসড়কের চট্টগ্রাম লেনে তীব্র যানজট সৃষ্টি হয়।

জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক কমিটির সদস্য এম তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, সাবেক পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদারসহ পাঁচ থেকে ছয়টি পক্ষের নেতা-কর্মীরা আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চৌদ্দগ্রাম বাজারে সমাবেশের ডাক দেয়। এতে সকাল থেকে সমাবেশ স্থলে লোকজন জড়ো হতে থাকে। একই সময় চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস্য, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের অনুসারীরাও জড়ো হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এসময় মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও দশীয় অস্ত্র দিয়ে উভয় পক্ষের নেতাকর্মীরা তাণ্ডব চালায়। সড়কে অবস্থানরত কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয় তারা। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন। ফলে মহাসড়কের চট্টগ্রাম লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.