
ফিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী সানা মারিন তার স্বামী মার্কাস রাইকোনেনকে ডিভোর্স দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি যৌথভাবে ডিভোর্সের আবেদন করেছেন মারিন ও রাইকোনেন। বছর তিনেক আগে বিয়ে করেছিলেন তারা।
প্রতিবেদনে বলা হয়, ১৯ বছর একসঙ্গে ছিলেন মারিন ও রাইকোনেন। তাদের সংসারে পাঁচ বছরের একটি কন্যা শিশু রয়েছে। বুধবার ইনস্টাগ্রামে ডিভোর্সের আবেদন করার কথা জানান তারা।
পৃথক বার্তায় তারা বলেন, ‘আমরা গত ১৯ বছর একসাথে ছিলাম এবং আমাদের প্রিয় কন্যার জন্য আমরা কৃতজ্ঞ। (বিচ্ছেদের পরও) আমরা সেরা বন্ধু থাকব’।
রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মারিন ও রাইকোনেন একটি ভেঞ্চার ক্যাপিটাল ফার্মে কাজ করেছেন। প্রধানমন্ত্রীর পদে থেকে করোনা মহামারির প্রভাব মোকাবিলা করার সময় ২০২০ সালে রাইকোনেনকে বিয়ে করেছিলেন মারিন।
সানা মেরিন এবং তার দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি গত মাসে ফিনল্যান্ডের পার্লামেন্টের নির্বাচনে হেরে যায়। এমনকি ওই নির্বাচনে ডানপন্থি ন্যাশনাল কোয়ালিশন পার্টির পাশাপাশি জাতীয়তাবাদী ফিনস পার্টিরও পেছনে পড়ে যায় সানার দল।
বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ২০১৯ সালে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন সানা মারিন। সে সময় বিশ্বজুড়ে তার ভক্তরা প্রগতিশীল নতুন নেতাদের জন্য তাকে সহস্রাব্দের রোল মডেল হিসেবে বিবেচনা করেছিল।