
রোমানিয়ার পশ্চিমাঞ্চলীয় সীমান্তে ট্রাকে লুকিয়ে বাংলাদেশি ও পাকিস্তানি ৪৭ অভিবাসীকে রোমানিয়ায় নেয়ার কারণে দু’জন ট্রাকচালকের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের তদন্ত হচ্ছে। তাদেরকে আটক করেছে রোমানিয়ার বর্ডার পুলিশ। ওই দুই ট্রাকচালক তুরস্ক এবং বেলারুশের। তারা যে ট্রাক চালাচ্ছিলেন, ওইসব অভিবাসী তাতে লুকিয়ে ছিলেন। এ খবর দিয়েছে রোমানিয়ার অনলাইন স্টিরিপেসারস। এতে বলা হয়, তুরস্ক থেকে যাওয়া ট্রাকটির চালক নাদলাক-টু সীমান্ত ক্রসিং দিয়ে অতিক্রম করছিলেন। বুধবার আরাদ বর্ডার পুলিশ বলেছে, চালকদের কাছে পণ্যের যে ডকুমেন্ট আছে সে অনুযায়ী তারা প্লাস্টিকের ব্যাগে করে বিভিন্ন পণ্য তুরস্ক-পোল্যান্ড সীমান্ত রুটে বহন করছিলেন। কিন্তু তুরস্ক থেকে যাওয়া ট্রাক চেক করে দেখা যায়, তার কার্গে কম্পার্টমেন্টের ভিতর লুকিয়ে আছেন বিদেশি ২৪ জন নাগরিক। তারা বাংলাদেশি ও পাকিস্তানি। বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে।
তারা বৈধ উপায়ে পোল্যান্ডে প্রবেশ করেছেন। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি তা নিশ্চিতভাবে জানা যায়নি। বেলারুশের চালকের চালানো অন্য একটি ট্রাকে অভিযান চালিয়ে একইভাবে ২৩ বিদেশিকে পাওয়া যায়। তিনি পানির বোতল বহন করছিলেন। এসব অভিবাসীকে বহন করার জন্য ট্রাকের সামনের অংশে একটি ফলস ওয়াল তৈরি করা হয়। এসব অভিবাসী বাংলাদেশি। তাদের বয়স ২০ থেকে ৪৬ বছরের মধ্যে। তারা বৈধ উপায়ে রোমানিয়া প্রবেশ করেছেন। সুত্র, মানবজমিন ।