মেয়র আরিফের বাসায় আওয়ামী লীগের আনোয়ার

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র, বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
রবিবার সকালে মেয়র আরিফের কুমারপাড়ার বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আনোয়ারুজ্জামান।
জানা যায়, দুই নেতা শুভেচ্ছা বিনিময় শেষে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য সিসিকের টানা দুই মেয়াদের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। নির্বাচন বর্জনের দলীয় সিদ্ধান্ত মেনে তিনি এবার প্রার্থী হননি। ৪২ ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিটি করপোরেশনের পঞ্চম নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে।