
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার ক্ষমতায় থাকতে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে। তারা গোপন চুক্তির মাধ্যমে দেশের বহু এলাকা বিদেশিদের কাছে তুলে দিয়ে আগ্রাসনের পথ করে দিয়েছে। ক্ষমতা থেকে গেলে সব বের হবে। তখন কোনো প্রভু তাদের বাঁচাতে পারবে না।
আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দেশের জন্য লজ্জার। সরকারের লোকজনকে কোথাও ভিসা দেয়া হবে না। কোনো সভ্যদেশ আপনাদের যায়গা দেবে না, কোথাও আপনাদের যায়গা হবে না। বাংলার মাটিতেই থাকতে হবে। সকল অপকর্মের বিচার এই দেশের মাটিতে হবে।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন করছে সরকার। বিএনপির কর্মীদের ঘরে ঘুমাতে দেয়নি তারা। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিচার হবে, শাস্তি হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। কিন্তু বিএনপি শান্তিপূর্ণভাবেই সবকিছু মোকাবিলা করবে। জনগণই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ সময় দলের নেতাকর্মীদের প্রতি আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের প্রতিরোধ ভেঙে ফেলার নির্দেশ দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
সাবেক এই মন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারে অধীনেই নির্বাচন হবে। সরকারকে বিদায় নিতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণ অতীতের মতো আবারও বিএনপিকে ক্ষমতায় আনবে।
ঝড়বৃষ্টিসহ দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। অবিলম্বে বর্তমান সরকার পদত্যাগসহ ১০ দফা দাবি ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর মুক্তি দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া দেশের ১৫ জেলা ও মহানগরে আজ জনসমাবেশ করছে বিএনপি। একইসঙ্গে সমমনা গণফোরাম জোটের উদ্যোগেও একই কর্মসূচি পালন করা হচ্ছে।