
পেশীশক্তি দিয়ে মানুষের মন জয় করা যায় না বলে মন্তব্য করে গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, সাধারণ মানুষের যে শক্তি, সাধারণ মানুষের যে পাওয়ার, এটা বাংলাদেশের মধ্যে গাজীপুরে প্রথম শুরু হয়েছে ৷ একজন ভোটারের যে দাম আছে, মূল্য আছে, ভোটার যে এই শহরের মানুষ, সেটা প্রমাণিত হয়েছে। কোনো পেশিশক্তির হুমকিতে এই শক্তির কিছু যায়-আসে না।
শুক্রবার (২৬ মে) দুপুর ১২টার দিকে শহরের ছয়দানা (হারিকেন) এলাকার নিজ বাসভবনে উৎসুক জনতা ও কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
কারও সঙ্গে দ্বন্দ্ব চাই না উল্লেখ্য করে জাহাঙ্গীর আলম বলেন, আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আপনাদের জয় হয়েছে, আর যারা অপরাধী তারা অপরাধী হিসেবেই চিহ্নিত হয়েছে। কেউ আঘাত করলে তাকে আঘাত করতে হয় না। শহরের মালিক যে জনগণ এটা আপনাদের ভোটে বিজয়ের মাধ্যমে প্রমাণ হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে টেবিল ঘড়ি প্রতীকের নেতা-কর্মীদের হয়রানি করা হয়েছে অভিযোগ করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা বন্ধ করার আহ্বান জানান জাহাঙ্গীর।
তিনি বলেন, কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। কারণ তারা শহরের মেয়র বানাতে পারেন। তারা সমাজের সবকিছুকে নিষিদ্ধ করতে পারেন। গুন্ডা, মাস্তান আর পেশিশক্তি দিয়ে প্রিয় মানুষের মন জয় করা যায় না।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাতজনের সবাইকে সঙ্গে নিয়ে নতুন মেয়র জায়েদা খাতুন কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন মুখ্য নির্বাচন সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, আমি এবং আমার মা গাজীপুরবাসীকে একটা সুন্দর শহর উপহার দেব। আমরা কোনো মারামারি, খুনোখুনি করবো না ও কারো গিবতের মধ্যে জড়িত হবো না।
তিনি বলেন, নির্বাচনী বিধিমালা অনুযায়ী আজ কোনো মিছিল-মিটিং হবে না। কাল-পরশু আনন্দ মিছিল হবে।