জার্মানির মানহাইম মেতে উঠেছিল ঈদ পূর্ণমিলনী আনন্দ উৎসবে

জার্মানির মানহাইম শহরে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান। জার্মানির বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশীরা এই ঈদ পূণর্মিলনীতে অংশগ্রহণ করেন। শিশু-কিশোর ও ফ্যামিলিসহ বিপুল মানুষের সরব উপস্থিতিতে মানহাইম শহর পরিণত হয়েছিলো প্রবাসীদের মিলনমেলায় ।
গল্প- আড্ডা, স্মৃতিচারণ, বাহারি খাবার গ্রহণ ও পরিবেশন এবং মুক্ত পরিবেশে শিশু- কিশোরদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো। বিশেষ করে নতুন প্রজম্নের ছেলে-মেয়েরা হেসে- খেলে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে পুরো অনুষ্ঠানটি আকর্ষণীয় করে তোলে।

প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন জিল্লুর রহমান, শওকত মজুমদার, এমরান খান, গিয়াস উদ্দিন, মনির হোসেন, হাবীব সরকার, আসমা ইসলাম, সায়মা আক্তার সোমা, মারিয়া জামান, শান্তা ইসলামসহ অনেক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসির। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাহফুজ ফারুক, আনোয়ার জাহিদ বিপ্লব ও আমানুল্লাহ ইসলামসহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। কুরআন থেকে তেলোয়াত করেন বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু। অনুষ্ঠানে গজল পরিবেশন করেন জনাব গিয়াস উদ্দিন। সংগীত পরিবেশন করেন শিল্পি ইমরান খান।সাংস্কৃতিক অনুষ্ঠানে সানজিদা মুন্নির পরিচালনায় ছিল শ্রেয়া,ইউলিয়া ও এলিনার চমৎকার নৃত্য। নৃত্য পরিবেশনার সময় উপস্থিত সকলেই অনুভব করেন বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যে। অহংকার আর গৌরবের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধ করতে এবং নতুন প্রজন্মকে বাংলাদেশ এবং বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এধরনের অনুষ্ঠান আয়োজন হয়ে আসছে।

ফাতেমা রুমা , শুদ্ধস্বর ডটকমের বিশেষ প্রতিনিধি ।
Schreibe eine Nachricht an শুদ্ধস্বর সম্পাদকমন্ডলী