
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল সোমবার রাত সোয়া ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করে রাত ১০টার দিকে তিনি বের হন। এ সময় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজখবর নেন মান্না।
ফিরোজা থেকে বের হয়ে সাংবাদিকদের নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে যেকোনো নির্বাচন জনগণকে সঙ্গে নিয়ে বর্জন করতে হবে। সেই কথাই বলেছেন বিএনপি চেয়ারপারসন। সরকারবিরোধী সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে এ বিষয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।’
মান্না বলেন, ‘খালেদা জিয়াকে তিনি যেমন দেখেছেন, তাতে তাকে সুস্থ মনে হয়নি। চিকিৎসার বিষয়ে বিএনপি চেয়ারপারসন তাকে বলেছেন, তার অসুস্থতার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার দরকার ছিল। কিন্তু তা তো দেওয়া হচ্ছে না। যার কারণে পুরোপুরিভাবে তিনি সুস্থও হতে পারছেন না।’ এ সময় উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর ভালো হয়নি। ষড়যন্ত্র করে নেতাদের বিপথগামী করার চেষ্টা করবে সরকার। এ ক্ষেত্রে সজাগ থাকতে হবে; সতর্ক থাকতে হবে। সরকারের কোনো ফাঁদে পা না দিয়ে আন্দোলন জোরদার করতে হবে।’
বেগম জিয়া রাজনীতি নিয়ে চিন্তিত উল্লেখ করেন নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘ম্যাডাম তো সক্রিয় রাজনীতিতে নেই, কিন্তু তিনি দেশের রাজনীতি নিয়ে চিন্তিত। দেশ অন্ধকারের দিকে চলে গেছে। ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করতে সবাই মিলে চেষ্টা করতে বলেছেন।’
মান্না বলেন, ‘বেগম জিয়াকে বলেছি, সরকার বলছে যে আপনার রাজনীতি করতে কোনো বাধা নেই। আমরা আন্দোলনের সহায়ক হিসেবে আপনাকে চাই। এ কথার জবাবে মৃদু হেসে বেগম জিয়া বলেন, আপনারা যারা আন্দোলনে আছেন সবাই অভিজ্ঞ। অনেক আন্দোলনে আপনারা নেতৃত্ব দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘কেউ কেউ বলছে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাওয়া উচিত। এ কথার জবাবে বেগম জিয়া বলেন, প্রশ্নই আসে না। এ বিষয়ে কোনো এলাউ করব না।’
মান্না বলেন, ‘ঈদের পরও বিএনপির এখনো কোনো কর্মসূচি নেই, কঠোর আন্দোলন নেই। এ কথার সঙ্গে বিএনপি চেয়ারপারসন একমত পোষণ করেন। তিনি বলেন, এটা ঠিক হাতে সময় নেই। চূড়ান্ত আন্দোলনের বিষয়ে সিরিয়াস হতে হবে। সরকারকে আর সময় দেওয়া যাবে না।’