
বাংলা চলচ্চিত্রের ‘মিয়াভাই’ খ্যাত চিত্রনায়ক ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ ঢাকায় পৌঁছেছে। আজ সকাল ৭টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে ফারুকের মরদেহ নেয়া হয় তার উত্তরার বাসভবনে। এসময় লাশবাহী ফ্রিজিং গাড়ি দেখার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীরা। পছন্দের তারকাকে দেখতে ভিড় জমান তার ভক্ত-অনুরাগীরা।
মরহুমের চাচাতো ভাই ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান শুদ্ধস্বর ডটকমকে জানান বাসায় কিছু সময় রাখার পর বেলা ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রথমে লাশ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে এফডিসিতে নেওয়া হয় নায়কের লাশ এবং সেখানে জানাজা অনুষ্ঠিত হয় , তারপর চ্যানেল আইতে তে নেয়া হয় । এরপর গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হয় । জানাজার পর গাজীপুরে কালীগঞ্জে লাশ নিয়ে বাবার কবরের পাশে দাফন করা হবে বলে জানান আখতারুজ্জামান ।