আলিপুর মিউজিয়ামে ‘নজরুল কক্ষ’ উদ্বোধন করলেন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম

নজরুল জন্মজয়ন্তীতে কলকাতায় আলিপুর মিউজিয়ামে আরো একটি নতুন আকর্ষণ ‘নজরুল কক্ষ’ – এর উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম। গত ১৪ ডিসেম্বর,২০২২ তারিখে ছায়ানট (কলকাতা) তথ্য সহ WBHIDCO – এর কাছে আবেদন জানায়, নজরুল স্মৃতি বিজড়িত আলিপুর মিউজিয়ামে কাজী নজরুল ইসলাম যে জায়গায় বন্দী হিসেবে ছিলেন, সেই জায়গাটি চিহ্নিত করা এবং নজরুল মূর্তি স্থাপন করার জন্য।
গত ১৭ জানুয়ারি,২০২৩ তারিখে আলিপুর সেন্ট্রাল জেলে নজরুলের আগমনের শতবর্ষকে স্মরণ করে ছায়ানট (কলকাতা) এবং আলিপুর মিউজিয়াম যৌথভাবে একটি অনুষ্ঠান করে। ছায়ানট (কলকাতা) – এর সভাপতি সোমঋতা মল্লিক জানান, “আজ আমরা সত্যিই আনন্দিত, আমাদের এই প্রস্তাব তাঁরা বিবেচনা করেছেন এবং আলিপুর মিউজিয়ামে ‘নজরুল কক্ষ’ তৈরী হয়েছে।” নজরুলপ্রেমীদের স্বাগত আলিপুর মিউজিয়ামে।