
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র পদপ্রার্থী ও করপোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমকে ‘জিরো’ বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘আওয়ামী লীগে থাকলে হয় হিরো, এখন সে (জাহাঙ্গীর) হয়ে গেছে জিরো।’
আজ বুধবার দুপুরে টঙ্গী থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গাজীপুর মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মায়া বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে গাজীপুর সিটি নির্বাচন আমাদের জন্য একটি অগ্নিপরীক্ষা।’ বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘শুনেছি আমাদের নির্বাচন করতে দেবেন না, আপনারা নির্বাচনে না এলে আমাদের কিছু বলার নেই। তাই বলে আগুনসন্ত্রাস করবেন, সেটা আমরা মেনে নেব না।’
তিনি আরও বলেন, ‘এখানে নৌকা ছাড়া কোনো ব্যক্তির নাম থাকতে পারবে না। যেখানে যাবেন নৌকার ও নৌকার প্রার্থীর নাম আগে তিনবার করে বলবেন। শুধু নেতাকর্মীদের নিয়ে মিছিল-মিটিং নয়, ভোটারদের কাছে কাছে যান।’