
আনুষ্ঠানিকভাবে শনিবার, ২২শে এপ্রিল পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে ৮টি দেশ। এগুলো হলো অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, ফিলিপাইন এবং জাপান। শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি এসব দেশে। ফলে শনিবার ঈদ ঘোষণা করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং পশ্চিমা অনেক দেশ মাগরিবের নামাজের পর শাওয়াল মাসের চাঁদ পর্যবেক্ষণ করছে। তারা এখনও কোনো ঘোষণা দেয়নি। সংযুক্ত আরব আমিরাতের সব মুসলিমকে বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ পর্যবেক্ষণ করার আহ্বান জানানো হয়েছে। কেউ এ সময় চাঁদ দেখতে পেলে ০২৬৯২১১৬৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।