
সাফ চ্যাম্পিয়ন মেয়েদের অলিম্পিক বাছাই পর্ব খেলতে মিয়ানমার না পাঠিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। এবার এই সমালোচনায় যোগ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট শেষে সালাউদ্দিনের সমালোচনা করে পাপন বলেন, মেয়েদের অলিম্পিকে যেতে না পারাটা লজ্জাজনক এবং দেশের বদনাম। সমপ্রতি অলিম্পিক বাছাইয়ে মেয়েদের পাঠাতে না পারার কারণ ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলন ডেকেছিলেন সালাউদ্দিন। সেখানে নানা বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে নাজমুল হাসান পাপনকে খোঁচাও মারেন সালাউদ্দিন। এসময় তিনি বলেন, আমি অনেকের মতো কথায় কথায় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার অভিনয় করি না। সালাউদ্দিনের খোঁচার জবাবে গতকাল পাপন বলেন, ‘যে যত কথাই বলুক, এসব নিয়ে আমি মন খারাপ করি না। তবে আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে মেয়েরা (অলিম্পিক বাছাই) যেতে পারল না! তাও মাত্র ২০ লাখ টাকার জন্য! এর চেয়ে দুঃখ, কষ্ট মাননীয় প্রধানমন্ত্রী কী কষ্টটাই না পেয়েছেন! এই যে আপনাদের চ্যানেলগুলা (মিডিয়া) আছে না, তাদের কারও মালিকের কাছে বললেই তো দিয়ে দিত। আপনারা জানেন বিশ্বাস করেন আমি কারও সাথে এটা বলিনি আমাদের খেলোয়াড়েরাই তো দিত! বলত একবার। এটা কী!! এত গোপনে জিনিসটা করেছে যে প্রসেসে করেছে খুব দুঃখজনক।
তিনি আরও বলেন, ‘আমাদের ক্রিকেট বোর্ডে, ফুটবল বোর্ডে যে সমস্ত পরিচালকরা আছে, তারা ২০ লাখ টাকা দিতে পারবে না! তাদের অনেকের দৈনিক খরচই তো ২০ লাখ টাকা। আমার কাছে এটা আশ্চর্য লাগে। আমার মনে হয় কোনো ঘটনা আছে আমি জানি না। আমার কাছে খুব আশ্চর্য লাগে। দুঃখজনক। দেশের জন্য এর চেয়ে বড় বদনাম. দেশের বদনাম. আর কিছু হয় না। আমরা বলছি আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা বলছি যে মাত্র ২০ লাখ টাকার জন্য আমাদের মেয়েরা প্রি অলিম্পিক খেলতে যেতে পারল না! এর চেয়ে লজ্জার বিষয় আর হয় না। এদের সাথে কথা বলার প্রশ্নই ওঠে না।’