
তিন দিনের বৈঠকে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭–এর পররাষ্ট্রমন্ত্রীরা জাপানের নাগানো অঞ্চলের কারুইজাওয়া শহরে মিলিত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীরা ইতোমধ্যে ইউক্রেন ইস্যু নিয়ে রাশিয়াকে কড়া ভাষায় হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। আজ মঙ্গলবার সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে পারমাণবিক বা জৈবিক অস্ত্র ব্যবহার করে তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। তারা আরও বলেন, রাশিয়ার দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক বক্তব্য এবং বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপনের হুমকি অগ্রহণযোগ্য। রাশিয়ার যেকোনো ধরনের রাসায়নিক, জৈবিক বা পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরণতি হবে অত্যন্ত ভয়াবহ।
মঙ্গলবারের বৈঠকে সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ত্বরান্বিত করার জন্য আমরা এখনও প্রতিশ্রুতিবদ্ধ। রাশিয়ার যুদ্ধ বিরতির জন্য আমরা পুনরায় তৃতীয় পক্ষকে আহ্বান জানাচ্ছি।
এ ছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে কড়া নিন্দা জানিয়েছে জি-৭।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ আরও অনেক বেড়েছে।