
সরকার বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, সরকারের ভয় পাওয়ার কারণ হচ্ছে বিএনপির জনসমর্থন অনেক বেশি। সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। যেখানে গণতন্ত্র সেখানে আওয়ামী লীগ থাকতে পারে না।
তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় নির্বাচন কোথাও মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে গিয়ে দেখে তাদের ভোট হয়ে গেছে। যেসব পুলিশের ভোট রক্ষা করার কথা, তারা অন্যের ভোট দিয়ে দেয়। কেন তারা ভোট দিয়ে দেয়? তাদের চাকরি বাঁচানোর জন্য? আসলে তাদের এটা করার জন্য বাধ্য করা হচ্ছে।
আওয়ামী লীগ সরকারকে দুর্বল আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই সরকার টিকে আছে কয়েকটা দেশ টাকা দেয় বলে। এদিকে চীন আছে আর ওইদিকে ভারত আছে, তারাই টিকিয়ে রেখেছে। কতদিন তারা টিকিয়ে রাখতে পারবে তা নিয়েও সন্দেহ আছে।