বোয়ালখালীতে বাস চাপায় নারীসহ সিএনজির ৬ যাত্রী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার পুরাতন সড়কের (আরাকান সড়কে) বোয়ালখালী সদরের রায়খালী এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজনসহ ৬ জনের মৃত্যু হয়েছে।‌

স্থানীয় সূত্রসহ প্রত্যক্ষদর্শীরা এটি জানালেও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন ৫ মৃত্যুর কথা স্বীকার করেছেন।‌

উপজেলা নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে জানান, নিহত নারী পটিয়ায় অবস্থানরত বেদে সম্প্রদায়ের সদস্য। নিহত অন্যদের মধ্যে সিএনজির চালক ও একজন লবণ শ্রমিক রয়েছেন। নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে বলে তিনি জানান। 

ঘটনাস্থল থেকে ফেরা সাংবাদিক ও তরুণ সংগঠক ইউসুফ রেজা জানান, নিহতদের চারজন বোয়ালখালীর অধিবাসী। ‌তারা প্রত্যেকেই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। আহত দুজনকে আশঙ্কাজনকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।‌

এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের ডোম কদম আলী জানান, ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে আসা দুজনের লাশও মর্গে রাখা হয়েছে। অর্থাৎ সেই সূত্রে, নিহতের মোট সংখ্যা দাঁড়ায় ছয়জনে।

পুলিশ জানায়, ঘাতক বাসটির চালককে বিক্ষুব্ধ এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বোয়ালখালী হাওলা দরবার শরীফে নেত্রকোনা থেকে আসা ভক্তরা বাসযোগে ফিরছিলেন। অন্যদিকে বোয়ালখালীর গুমদণ্ডী থেকে পটিয়ার মনসা বাদামতল পর্যন্ত ভাড়ায় চালিত সিএনজি করে ৫ যাত্রী যাচ্ছিলেন।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন ঘটনাস্থল উপস্থিত হয়ে লাশ উদ্ধার ও সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক করতে ভূমিকা রাখেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.