
ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) চেয়ারম্যান রিচার্ড শার্প শুক্রবার (২৮ এপ্রিল) পদত্যাগ করেছেন।
তদন্তে উঠে এসেছে, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য ১০ লাখ ডলার ঋণ ব্যবস্থা করার ক্ষেত্রে মধ্যস্থতাকারী ছিলেন বিবিসি চেয়ারম্যান।
বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকেই শার্পের ওপর পদত্যাগের চাপ ছিল। শুক্রবার এ ব্যাপারে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। সাবেক ব্যাংকার শার্প ২০২১ সালে বিবিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর কয়েক সপ্তাহ আগে বরিসের একটি ঋণ পাওয়ার ব্যাপারে মধ্যস্থতা করেছিলেন শার্প।
শার্প বলেছেন, বিবিসির স্বার্থকে অগ্রাধিকার দিতে তিনি পদত্যাগ করছেন।