
নেদারল্যান্ডসে যাত্রীবাহী এক ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে এখন পর্যন্ত একজন নিহত ও অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে প্রতিবেদনে বলা হয়েছে। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার হেগের কাছে ভোরশোটেন গ্রামে রাত ৩টা ৩০ মিনিটে যাত্রীবাহী ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটিতে ৫০ জন যাত্রী ছিল।
সংবাদসংস্থা এএনপি জানিয়েছে, ডাবল ডেকার ট্রেনের চারটি বগির মধ্যে দুটি লাইনচ্যুত হয়েছে। এতে বহু হতাহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে খবরে জানানো হয়, যাত্রীবাহী ট্রেন ও কার্গো ট্রেনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। তবে পরবর্তীতে ডাচ রেলওয়ের পক্ষ থেকে বলা হয়, যাত্রীবাহী ট্রেনটি একটি নির্মাণ ক্রেনের সঙ্গে ধাক্কা লাগে যা ট্র্যাকের ওপর বা কাছাকাছি ছিল।
ইতোমধ্যে ঘটনাস্থলে জরুরি পরিষেবা মোতায়েন করা হয়েছে। যার মধ্যে হেলিকপ্টারও আছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রেনটি লেইদেন থেকে হেগের উদ্দেশে যাচ্ছিল। ওই রুটে ট্রেন পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়েছে।