
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি। মহাখুশির ঈদে তিনি বিশ্ব মুসলিম জাতির প্রতিও অভিনন্দন জানান। এ উপলক্ষ্যে মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করেন তিনি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেন, শেষ হলো বরকতময় রমজান। সিয়াম সাধনার ত্যাগ ও সংযমের শিক্ষা সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটাতে হবে। সব ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নিতে হবে। জোরালো করতে হবে ভ্রাতৃত্ব বোধ। আমরা যেন দেশ ও দেশের মানুষের ভাগ্যের প্রকৃত উন্নয়নে অবদান রাখতে সমর্থ হই। তিনি মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নিতে সবার প্রতি আহবান জানান।
বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, আমরা যেন দেশের সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হয়। রহমত, মাগফিরাত ও নাজাতের মাহে রমজানের ফজিলতে মহান আল্লাহ্ যেন আমাদের বাংলাদেশকে নিরাপদ করেন। সবার জন্য কল্যাণময় আগামী প্রত্যাশা করেছেন তিনি।