
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর কফিনে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দলের নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা জাফরুল্লাহ চৌধুরীর কফিনে শ্রদ্ধা জানান তিনি। এসময় শোক বইতে স্বাক্ষর করেন বিএনপি মহাসচিব।
এর আগে সকাল দশটার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. জাফরুল্লাহর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ সেখানে রাখা হবে। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সেখানে তাকে একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেয়া হবে। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।