
যুদ্ধের প্রথম থেকেই ইউক্রেনের আকাশে আধিপত্য বিরাজ করছে রাশিয়া। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শত শত অবকাঠামো ধ্বংস করে দেয়া হয়েছে মিসাইল ছুঁড়ে। তবে এবার রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনকে বাঁচাতে বহু আকাঙ্ক্ষিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে জার্মানি। দেশটির গণমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনে পৌঁছে গেছে। এর ফলে ইউক্রেন যুদ্ধে অনেকটা নিরাপদ থাকতে পারবে।
জার্মান প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে বহু কিলোমিটার দূরের মিসাইল ট্র্যাক করা যায়। শত্রুর ছোঁড়া মিসাইল ধ্বংস করা যায়। আবার নির্দিষ্ট লক্ষ্যে মিসাইল হামলা চালানো যায়। শত্রুর বিমান এবং ড্রোন ধ্বংস করা যায়। ইউক্রেন বহুদিন ধরে এই এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য আবেদন জানিয়ে রেখেছিল।
যদিও এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের তৈরি। তবে মিত্র দেশগুলোর কাছেও এটি বিক্রি করা হয়। সেই সূত্রেই জার্মানি প্যাট্রিয়ট কিনেছিল।
জার্মানির পাশাপাশি যুক্তরাষ্ট্রও ইউক্রেনকে প্যাট্রিয়ট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। বুধবার জার্মানি জানিয়েছে, তাদের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের কাছে পৌঁছে গেছে। এখন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট যাওয়ার অপেক্ষায়।
এদিকে ইউক্রেনের তরফেও প্যাট্রিয়ট বুঝে পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের আকাশ এখন অনেকটাই বিপদ মুক্ত। জার্মান প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম পৌঁছে গেছে। এর আগে কীভাবে এই সিস্টেম চালাতে হবে, তার প্রশিক্ষণ দেয়া হয়েছে ইউক্রেনের সেনাকে। জার্মানি নিজের দেশেই এই প্রশিক্ষণ দিয়েছে। যুক্তরাষ্ট্রও ন্যাটোর একটি দেশে প্রশিক্ষণ দিয়েছে। নেদারল্যান্ডস জানিয়েছে, তারা প্যাট্রিয়টের যন্ত্রাংশ এবং মিসাইল দিয়ে ইউক্রেনকে সাহায্য করবে। জার্মানি, যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস তিনটি দেশকেই ধন্যবাদ জানিয়েছে ইউক্রেন।