বেতার বাংলার প্রধান নির্বাহী নাজিম চৌধুরী জানিয়েছেন আগামী ১৪ ই বেতার বাংলা আবার অন এয়ার এ যাবে , তিনি লন্ডন – বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান , তিনি বলেন বিশেষ কারনে বেশ কিছুদিন বেতার বাংলার সম্প্রচার বন্ধ ছিল , যেসব কারণে বেতার বাংলার সম্প্রচার সম্ভব হয় নি তা আমরা এখন কাটিয়ে উঠেছি , প্রতিদিন লন্ডন সময় রাত নয়টা থেকে রাত ১২ টা পর্যন্ত nusound radio on 92fm ব্যান্ডে বেতার বাংলা শোনা যাবে ,

তিনি বলেন লন্ডন প্রবাসী বাঙালী কমিউনিটির জন্য খুব গুরুত্বপূর্ণ , এতে  প্রবাসীরা ইংল্যান্ডের বিভিন্ন  বিষয় এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রবাসীরা অবহিত থাকতে পারবে , কমিউনিটির মধ্যে যোগাযোগ এবং পারস্পারিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে । তিনি জানান অতীতে দেশের বাইরে লন্ডনেই একমাত্র ২৪ ঘণ্টার রেডিও ছিল বেতার বাংলা , সেই সময়ে যেভাবে প্রবাসীদের সহযোগিতা পেয়েছি , বর্তমানেও সেধরনের সহযোগিতা আশা করছি কমিউনিটির কাছ থেকে ।

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সুজা মাহমুদ ,  প্রখ্যাত চিকিৎসক ডাঃ আউয়াল       মিডিয়া ব্যক্তিত্ব স্বাধীন খসরু , সুমন খান , রিনা দাস, হায়দার রবিন খান ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.